ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ নির্বাচনে বোঝা যাবে সরকার কতটা জনবান্ধব ॥ মীর নাছির

প্রকাশিত: ০৬:১১, ২৮ ডিসেম্বর ২০১৫

এ নির্বাচনে বোঝা যাবে সরকার কতটা জনবান্ধব ॥ মীর নাছির

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চলমান জরাজীর্ণ গণতন্ত্রকে সচল করতে বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছে বলে দাবি করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনী মনিটরিং সেলের আহ্বায়ক মীর নাছির উদ্দিন। রবিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। মীর নাছির উদ্দিন বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের পর দেশে সাংবিধানিক সঙ্কট দেখা দিয়েছে। গণতন্ত্র মুখথুবড়ে পড়ে আছে। জনপ্রতিনিধির সঙ্কট তৈরি হয়েছে। তাই জাতীয় নির্বাচনে অংশ না নিলেও আমরা স্থানীয় নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে সরকার কতটা জনবান্ধব। নাগরিকের ভোটাধিকারকে তারা কতটা সম্মান করে। নির্বাচন কমিশন অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামের ১০টি পৌরসভায় বিএনপির প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। সরকারদলীয় প্রার্থী-সমর্থকরা হামলা ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। সরকারদলীয় প্রার্থী আচরণবিধি ভাঙলেও নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নিচ্ছে না। কমিশন সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
×