ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

প্রকাশিত: ০৬:১০, ২৮ ডিসেম্বর ২০১৫

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৭ ডিসেম্বর ॥ রবিবার ঠাকুরগাঁওয়ে চলেছে শেষ মুহূর্তের প্রচার। অবশেষে মেয়রপদে ত্রিমুখী লড়াইয়ের দিকে যাচ্ছে বলে জনমত জরিপে জানা গেছে। কে হচ্ছেন ঠাকুরগাঁওয়ের পৌর মেয়রÑ এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এবারের পৌর নির্বাচন হচ্ছে রাজনৈতিক দল ও দলীয় প্রতীকনির্ভর। ঠাকুররগাঁও পৌরসভা নির্বাচনের মাঠে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুব মহিলা লীগের আহ্বায়ক তহমিনা আখতার মোল্লা (নৌকা), বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোলায়মান আলী সরকার (মোবাইল ফোন) প্রতীকে।
×