ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সান্তাহারে টাকা ঢালছেন দুই প্রার্থীই

প্রকাশিত: ০৫:৫৭, ২৮ ডিসেম্বর ২০১৫

সান্তাহারে টাকা ঢালছেন দুই প্রার্থীই

নিজস্ব সংবাদদাতা, ২৭ ডিসেম্বর, সান্তাহার ॥ প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচন হলেও বগুড়ার সান্তাহার পৌরসভায় দলীয় প্রাধান্যের চেয়ে নতুন-পুরাতনের মর্যাদা রক্ষা করায় মুখ্য হয়ে দেখা দিয়েছে। আর এ মর্যাদার লড়াইয়ে দুই প্রার্থীই ঢালছেন অঢেল টাকা। পৌরসভার নয় ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩০ ও সংরক্ষিত আসনের তিন মহিলা কাউন্সিলর পদে ১২ প্রার্থীও জয় পাওয়ার জন্য কোমর বেঁধে লড়াই চালিয়ে যাচ্ছেন। এদিকে নির্বাচনের দিন ঘনিয়ে আসায় আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই প্রার্থীই প্রচারে এগিয়ে থাকা ও একে অপরের বিরুদ্ধে অপপ্রচার ও দোষারোপ চালানোর প্রতিযোগিতাও চালাচ্ছেন সমানতালে। রবিবার পৌর এলাকা ঘুরে ভোটার ও কর্মীদের সঙ্গে আলাপে পাওয়া তথ্য পর্যালোচনায় দেখা যায় রবিবার পর্যন্ত প্রচারে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নতুন মুখ রাশেদুল ইসলাম রাজা। পক্ষান্তরে বিএনপির প্রার্থী বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর পক্ষে গত কয়েক দিন ধরে বিএনপির কেন্দ্রীয় কয়েক নেতা প্রচারে নামায় গতি বেড়েছে। তবে বিএনপি প্রচারে পিছিয়ে রয়েছে এর প্রমাণ মেলে প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টুর অভিযোগ থেকে। তিনি গণমাধ্যমের কর্মীদের অভিযোগ করেছেন যে, নৌকা প্রতীকের কর্মীরা ধানের শীষের কর্মীদের প্রচার চালাতে বাধা দেয়াসহ নানা ভয়-ভীতি ও হুমকি-ধমকি দিচ্ছেন। রবিবার নৌকা প্রতীকের কর্মীরা বলেছে গতবার তাদের প্রার্থী যে ব্যবধানে হেরেছিল, এবার তারা সে ব্যবধানে জিতবেন। পক্ষান্তরে ধানের শীষের কর্মীরা দৃঢতার সঙ্গে বলেছে, ধানের শীষের জয়ের পাল্লাই ভারি।
×