ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের সঙ্গে সংলাপ পুনরুজ্জীবনে সহায়তায় পাকিস্তান সেনাবাহিনী

প্রকাশিত: ০৫:৫৩, ২৮ ডিসেম্বর ২০১৫

ভারতের সঙ্গে সংলাপ পুনরুজ্জীবনে সহায়তায় পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তান সেনাবাহিনী চলতি বছর ভারতের সঙ্গে থেমে থাকা সংলাপ পুনরুজ্জীবিত করার পথ সুগম করে। এর ফলে প্রায় ১২ বছরের মধ্যে কোন ভারতীয় প্রধানমন্ত্রী প্রথমবারের মতো পাকিস্তান সফর করেন। খবর ইয়াহু নিউজের। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে দেখা করতে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আকস্মিক পাকিস্তান সফর করেন। এতে ৬৫ বছরেরও বেশি সময়ের বৈরিতার পর দুটি পরমাণু অস্ত্রসজ্জিত দেশের মধ্যে থমকে থাকা আলোচনা শেষ পর্যন্ত অগ্রগতি পেতে পারে বলে আশার সঞ্চার হয়েছে। মোদি শরীফকে ৬৬তম জন্মদিনের শুভেচ্ছা জানানোর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দু’প্রধানমন্ত্রীর মধ্যে সরাসরি আলোচনার ব্যবস্থা করা হয়। শুক্রবার মোদি ও নওয়াজ তাদের পররাষ্ট্র সচিবরা জানুয়ারির মাঝামাঝি আলোচনা আবার শুরু করবেন বলে একমত হন। শান্তি আলোচনার প্রতি সেনাবাহিনীর সম্মতি এবং সম্প্রতি অবসরপ্রাপ্ত এক জেনারেলকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ সন্ত্রাসবাদের মতো জটিল ইস্যুতে কথাবার্তাসহ ভারতের সঙ্গে সংলাপ আবার শুরু করতে পাকিস্তানকে নতুন করে আস্থা যুগিয়েছে। এক শীর্ষ কূটনীতিক বলেন, এ দফার বৈঠক ভিন্ন প্রকৃতির, কারণ শীর্ষস্থান থেকে এর প্রতি সমর্থন দেয়া হয়েছে। সেনাপ্রধান নিজেই এর সঙ্গে রয়েছেন। সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি অবসরপ্রাপ্ত জেনারেল নাসির খান জানজুয়ার ঘনিষ্ঠ বলে জানানো হয়। তিনি অক্টোবরে প্রধানমন্ত্রীর মিত্র বেসামরিক সরতাজ আজিজের স্থলাভিষিক্ত হন। অনেকে একে ভারতের সঙ্গে আলোচনায় পাকিস্তানী সেনাবানিহীর হাতকে আরও শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে দেখেন।
×