ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে পাটের ন্যূনতম মূল্য ১৮ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

প্রকাশিত: ০৫:২৯, ২৮ ডিসেম্বর ২০১৫

ভারতে পাটের ন্যূনতম মূল্য ১৮ শতাংশ  বৃদ্ধির প্রস্তাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ পাট চাষের উৎসাহ বাড়াতে পাটের ন্যূনতম সহায়ক মূল্য সাড়ে ১৮ শতাংশ বাড়িয়ে প্রতি ১০০ কেজিতে (১ কুইন্টাল) ৩২০০ রুপি করার প্রস্তাব দিয়েছে ভারতের জুট কমিশন দফতর। দেশটির জি নিউজের এক খবরে বলা হয়েছে, এই বছরে কুইন্টাল প্রতি পাটের ন্যূনতম সহায়ক মূল্য ছিল ২৭০০ রুপী। তবে সার্বিকভাবে পাটের ফলন কম হওয়ায় বাজারে দাম বেড়েছে পাটের। বাজারে এখন কাঁচা পাটের দাম কুইন্টাল প্রতি ৫ হাজার রুপীর আশপাশে। এই অবস্থায় পরের বছরের জন্য জুট কমিশন কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ৩২০০ রুপী করার জন্য মন্ত্রিসভার অনুমোদন চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। কেন্দ্রীয় সরকারী সংস্থা জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার হিসাব অনুসারে পরের বছর চাষীদের এক কুইন্টাল পাট উৎপাদনের ব্যয় দাঁড়াবে ৩৬৫০ রুপী। তাই ন্যূনতম সহায়ক মূল্য ৫০০ রুপী বাড়িয়েও কোন লাভ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, ভারতে পাট চাষের জমি ক্রমশ কমছে। গত অর্থবছরে যেখানে প্রায় ৮ লাখ হেক্টর জমিতে পাট চাষ হয়েছিল, সেখানে চলতি বছরে জমির পরিমাণ কমে দাঁড়িয়েছে সাড়ে ৭ লাখ হেক্টরে। দেশটিতে চটকলগুলোতে সব মিলিয়ে প্রায় পৌনে চার লাখ শ্রমিক কাজ করেন। তবে কাঁচা পাটের অভাবে ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে ১৫টি কল। কর্মহীন ৭০ হাজার শ্রমিক। এই অবস্থায় পাটের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে চটশিল্পকে সামান্য হলেও অক্সিজেন দিতে চাইছে দেশটির কেন্দ্রীয় সরকার।
×