ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্কুল-কলেজে প্রবাসীদের সন্তান ভর্তিতে কোটা রাখার সুপারিশ

প্রকাশিত: ০৫:২৭, ২৮ ডিসেম্বর ২০১৫

স্কুল-কলেজে প্রবাসীদের  সন্তান ভর্তিতে কোটা  রাখার সুপারিশ

সংসদ রিপোর্টার ॥ দেশের স্কুল-কলেজগুলোতে প্রবাসী কর্মীদের সন্তানের ভর্তির জন্য মেধাভিত্তিক কোটা রাখতে বলেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ লক্ষ্যে মন্ত্রণালয়কে নীতিমালা সংশোধন করে প্রস্তাব আনার সুপারিশ করা হয়েছে। রবিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আফছারুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মোহাম্মদ হাছান মাহমুদ, মোঃ ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, মোহাম্মদ মামুনুর রশিদ ও সেলিনা আক্তার বানু। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন, প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের জন্য কোটা রাখার বিষয়ে মতামত এসেছে। কমিটি সেটি নিয়ে আলোচনা করেই সুপারিশ করেছে। আর এ ধরনের কোটা রাখতে হলে নীতিমালায় সংশোধন আনতে হবে।
×