ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে মুক্তিযোদ্ধার গাড়িতে হামলা করে তিন লাখ টাকা লুট

প্রকাশিত: ০৫:২৩, ২৮ ডিসেম্বর ২০১৫

গাজীপুরে মুক্তিযোদ্ধার  গাড়িতে হামলা করে তিন লাখ  টাকা লুট

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৭ ডিসেম্বর ॥ প্রকাশ্য দিবালোকে এক মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর করে তিন লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। মহানগরের শহীদ নেয়ামত সড়কে রবিবার দুপুরে গাজীপুর বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং মুক্তিযোদ্ধা অধ্যাপক এমদাদ হোসেন এ ঘটনার শিকার হন। দুর্বৃত্তরা এ সময় ওই অধ্যাপককে লাঞ্ছিত এবং তার গাড়িচালক নূর এ আলমকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ঝুনুসহ অপর একজনকে আটক করেছে। অধ্যাপক এমদাদ হোসেন ও স্থানীয়রা জানান, রবিবার দুপুরে শহরের আল-আরাফা ব্যাংক থেকে তিন লাখ টাকা নিয়ে প্রাইভেট কারযোগে শহীদ নেয়ামত সড়ক দিয়ে ফিরছিলেন। এ সময় ওই সড়কে একটি স্পীড ব্রেকারে পূর্ব থেকেই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার গাড়ি অবরোধ করে ভাংচুর করে। এক পর্যায়ে গাড়িতে থাকা অধ্যাপক এমদাদের ওপর চড়াও হয়ে তাকে লাঞ্ছিত করে এবং তার কাছে থাকা তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। দুর্বৃত্তরা চালক নূর এ আলমকে টেনেহিঁচড়ে বের করে বেদম মারধর করে। তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুনুসহ (২২) অপর একজনকে আটক করে। গুরুতর আহত গাড়ি চালককে হাসপতালে চিকিৎসা দেয়া হয়েছে।
×