ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৃত্যুহীন প্রাণ!

প্রকাশিত: ০৫:১৯, ২৮ ডিসেম্বর ২০১৫

মৃত্যুহীন প্রাণ!

জলজ প্রাণী হাইড্রা। এই বহুকোষী প্রাণীর দেহে এমন এক ধরনের কোষ আছে, যা তাকে বুড়িয়ে যেতে দেয় না। বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বচ্ছ পানিতে বাস ছোট্ট এই প্রাণীটির। আদর্শ পরিবেশ পেলে এটিই হতে পারে পৃথিবীর প্রথম মৃত্যুহীন প্রাণ। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনটাই তুলে ধরেছেন একদল বিজ্ঞানী। প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান একাডেমির সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসে (পিএনএএস) প্রকাশিত হয়। হাইড্রার অমরত্ব নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্র ও জার্মানির গবেষকরা। তাদের অন্যতম ড্যানিয়েল মার্টিনেজ। তিনি জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চের (এমপিআইডিআর) গবেষক জেমস ভাওপেলকে নিয়ে গবেষণা অব্যাহত রেখেছেন। যুক্তরাষ্ট্রের ক্লেয়ারমন্টের পমোনা কলেজের গবেষক মার্টিনেজ বলেন, আমি বিশ্বাস করি যে, উপযুক্ত পরিবেশে একটি হাইড্রা চির অমর হতে পারে। আমরা মূল পরীক্ষায় প্রমাণ করতে চেয়েছিলাম, হাইড্রা বার্ধক্য হওয়া রোধ করতে পারে না। কিন্তু সেই গবেষণা ভুল প্রমাণিত হয়েছে। ওয়েবসাইট অবলম্বনে
×