ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিদ্যুত কেন্দে সাড়ে ১৭ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রকাশিত: ২৩:৫৫, ২৭ ডিসেম্বর ২০১৫

বিদ্যুত কেন্দে সাড়ে ১৭ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিদ্ধির গঞ্জ ৩৩৫ মেগাওয়াট কমবাইন্ড সাইকেল পাওয়ার প্রজেক্ট বাস্তবায়নে অতিরিক্ত ১৭ কোটি ১৭ লাখ টাকা দিচ্ছে বিশ্বব্যাংক। এ লক্ষে রবিবার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে দুপুরে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজি সফিকুল আযম এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ইফাত সরিফ। ৬ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। বাৎসরিক প্রতিবছর শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস সাজ দিতে হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ২০০৮ সালে এ বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা হয়। সেসময় মোট ব্যয় ছিল ৪৭ কোটি মার্কিন ডলার। এর মধ্যে বিশ্বব্যাংক দিয়েছিল ৩৫ কোটি মার্কিন ডলার। পরবর্তীতে গ্যাস স্বল্পতার কারণে এটিকে পিকিং পাওয়ার প্লান্টে রুপান্তরিত করার সিদ্ধান্ত নেয়। এ জন্য অতিরিক্ত অর্থায়ন হিসেবে বিশ্বব্যাংক এ অর্থ দিচ্ছে।
×