ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওআইসি পর্যটন মন্ত্রীদের দশম সম্মেলন হবে বাংলাদেশে

প্রকাশিত: ০৮:৩৪, ২৭ ডিসেম্বর ২০১৫

ওআইসি পর্যটন মন্ত্রীদের দশম সম্মেলন হবে বাংলাদেশে

ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) পর্যটনমন্ত্রীদের দশম সম্মেলন বাংলাদেশে হবে। ২১ থেকে ২৩ ডিসেম্বর নাইজারের নিয়ামিতে অনুষ্ঠিত ওআইসি পর্যটনমন্ত্রীদের নবম সম্মেলনে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। সম্মেলনে মন্ত্রী বলেন, মুসলিম দেশসমূহের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও জীবনাচরণ পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশগুলোর ইসলামিক কৃষ্টি ও কালচার পর্যটনের বিকাশে সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারে। পর্যটন শিল্পের বিকাশে বাংলাদেশের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী বাংলাদেশে ইসলামী স্থাপত্যকলার অসংখ্য নিদর্শন দেশজুড়ে ছড়িয়ে আছে উল্লেখ করে দৃষ্টিনন্দন এসব নিদর্শন পরিদর্শনে সবাইকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। সম্মেলনে ওআইসিভুক্ত দেশসমূহের পর্যটনমন্ত্রীদের ওয়ার্কিং কমিটিতে বাংলাদেশ সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। -তথ্যবিবরণী
×