ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১মপত্র

প্রকাশিত: ০৬:২০, ২৭ ডিসেম্বর ২০১৫

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১মপত্র

(পূর্ব প্রকাশের পর) ৪৫ শেয়ার বাজারে স্টক বা ঋণপত্র ক্রয় করতে হলে পাবলিক লিমিটেড কোম্পানিগুলোকে- র শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে হয় রর কোম্পানির বৈশিষ্ট্য পরিবর্তন হতে হয় ররর শেয়ার বাজারের নিয়ম মানতে হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৬. ব্যবসায়িক কাজ দ্রুত ও নির্ভুলভাবে করার জন্য কোন পদ্ধতিটি গ্রহণ করা প্রয়োজন? ক) কুরিয়ার সার্ভিস খ) অনলাইন পদ্ধতি গ) সাংকেতিক পদ্ধতি ঘ) টেলিফোন পদ্ধতি ৪৭. একমালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কী? ক) সীমিত মূলধন খ) সীমিত আয়তন গ) অসীম দায় ঘ) কৃত্রিম সত্তাহীনতা ৪৮ ভোক্তা সমবায় সমিতির প্রধান সুবিধা কী? ক) ন্যায্যমূল্যে পণ্য সংগ্রহ খ) চাহিদানুযায়ী পণ্য সংগ্রহ গ) দেমের অর্থনৈতিক উন্নয়ন ঘ) সমিতিকে ঋণদান উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: সাহিদা একটি বুটিক ব্যবসায় তৈরির পরিকল্পনা করেন। এক্ষেত্রে বর্তমান রুচির সাথে তাল মিলিয়ে সে নিত্য নতুন ফ্যাশনের আলোকে তার পণ্যসামগ্রীর উন্নতি ঘটায়। সে বহু পরিকল্পনার পর এবং তার বাবার সাথে পরামর্শ করে ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠানে রূপ দেয়। সে তার ব্যবসায়কে বৃহদায়তন ব্যবসায়ে রূপান্তরিত না করে বিভিন্ন ধরনের সুবিধা পায়। ৪৯ কোম্পানি নিবন্ধিত হওয়র পর কত দিনের মাঝে ব্যবসায় আরম্ভ করতে ব্যর্থ হলে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন ঘটবে? ক) তার ব্যবসায়ের পণ্য রুচির সাথে পরিবর্তনশীল খ) তার ব্যবসায়ে ঝুঁঁকির পরিমাণ বেশি গ) তার ব্যবসায়ের পণ্য রুচির সাথে অপরিবর্তনশীল ঘ) তার পণ্যের উৎপাদন ও চাহিদা অসীম ৫০. জীবন বিমা হলো - র. ঘটনাসাপেক্ষে চুক্তি রর. ক্ষতিপূরণের চুক্তি ররর. আর্থিক নিশ্চয়তা চুক্তি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ৪৫. (গ) ৪৬. (খ) ৪৭. (গ) ৪৮. (ক) ৪৯. (ঘ) ৫০. (গ)
×