ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

প্রকাশিত: ০৫:৪৭, ২৭ ডিসেম্বর ২০১৫

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা)। গত শুক্রবার ছিল ১২ রবিউল আউয়াল। যে দিনে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মা আমেনার কোল আলোকিত করে পৃথিবীতে আসেন। দীর্ঘ ২৩ বছর মানবতার মুক্তির বাণী প্রচার করে তিনি একই দিনে পৃথিবী থেকে বিদায় নেন। তাই বিশ্বের মুসলমানরা এদিনকে স্মরণ করে আয়োজন করে নানা ধর্মীয় অনুষ্ঠানের। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী। দিনটি উপলক্ষে মসজিদে মসজিদে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শুক্রবার বঙ্গভবনে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিল। বঙ্গভবনের দরবার হলের মিলাদে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অংশ নেন। এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, ধর্মমন্ত্রী মতিউর রহমান, ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়াসহ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া কূটনৈতিক কোরের ডিন মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত, কাতার, ইন্দোনেশিয়া, সৌদি আরব, ইরানসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও তিন বাহিনীর প্রধান এতে শরিক হন। অন্যদের মধ্যে আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নানসহ উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবীর। মিলাদ শেষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
×