ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রংপুরে সাংবাদিক হত্যার কোন ক্লু খুঁজে পায়নি পুলিশ

প্রকাশিত: ০৫:৩৯, ২৭ ডিসেম্বর ২০১৫

রংপুরে সাংবাদিক হত্যার কোন ক্লু খুঁজে পায়নি পুলিশ

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মশিউর রহমান উৎসর হত্যাকা-ের ঘটনার দু’দিন অতিবাহিত হলেও পুলিশ এ পর্যন্ত কোন ক্লু বের করতে পারেনি। তবে মিঠু নামের সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার রাতে উৎস হত্যাকা-ের পর তার মা নুরজাহান বেগম নুরী বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এদিকে এ হত্যাকা-ের প্রতিবাদে এবং খুনীদের দ্রুত খুঁজে বের করে গ্রেফতারের দাবিতে শনিবার রংপুরের সাংবাদিক এবং সুধী সমাজ মানববন্ধন ও বিক্ষোভ করেছে। সমাবেশ থেকে তারা ঘোষণা করেছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনীদের গ্রেফতার করা না হলে কাল সোমবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেয়ার কথা। এরপরও যদি তাদের গ্রেফতার করা না হয় তবে প্রতিদিন আন্দোলন সমাবেশ অব্যাহত রাখার কথাও ঘোষণা করেন তারা। শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলা এই মানববন্ধনে রংপুর প্রেসক্লাব, সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। এছাড়া সাংবাদিক রশীদ বাবু, লিয়াকত আলী বাদল, আফতাব হোসেন, মানিক সরকার মানিক, মাহবুব রহমান হাবু, মোজাফফর হোসেন, বাবলু নাগ, ব্যবসায়ী রেজাউল ইসলাম মিলন, নিহত সাংবাদিকের মা নুরজাহান বেগম প্রমুখ ও বক্তব্য রাখেন।
×