ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দূষণ ও দখল থেকে নদী রক্ষার দাবিতে তুরাগ তীরে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২৭, ২৭ ডিসেম্বর ২০১৫

দূষণ ও দখল থেকে নদী রক্ষার দাবিতে তুরাগ তীরে মানববন্ধন

দূষণ ও দখল থেকে নদী রক্ষার দাবিতে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তুরাগের ৭১ কিমি তীরে ১৫টি স্পটে তুরাগ নদের পানিতে গোলাপ ছিটিয়ে ও জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে সংগঠনের সভাপতি অধ্যাপক মোঃ আনোয়া সাদতের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন পানি প্রকৌশলী ম ইনামুল হক, জনকণ্ঠ গ্রুপের নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি কবি বেলাল আহমেদ, মোঃ ছানাউল্লাহ, ফেডরিক মুকুল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ আনোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ডাঃ নাজিম উদ্দিন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক (দফতর) ডাঃ বোরহানউদ্দিন অরন্য, মনোয়ার হোসেন রনি, কালিমুল্লা ইকবাল, মোঃ সাইফুল ইসলাম মোল্লা, অর্থ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌশলী জেমাম আহমেদ, সাহিত্য সম্পাদক অধাপক মোঃ শফিকুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জীববৈচিত্র্য সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, ঢাকা জেলার সভাপতি মোঃ বশির উদ্দিন, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক আজম খান, গাজীপুর জেলার সভাপতি এ কে এম সিরাজুল ইসলাম, গাজীপুর মহানগরের সাংগঠনিক সম্পাদ মোঃ সানাউল্লা মিয়া, গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, কেন্দ্রীয় নেতা আঃ করিম পাখি, শামীম মোহাম্মদ, মিসেস মাহবুবা রহমান ও কপাসিয়া শাখার সভাপতি কামরুন্নাহার রীনা। -বিজ্ঞপ্তি শুধুই দুরন্তপনা শৈশব মানেই দুরন্তপনা। নেই কোন নিয়ম মানার তাড়া। নেই কোন পিছু হঠার ভয়। শুধুই দুরন্তপনাই যেন মানায় শৈশবে। মোহাম্মদপুর বেড়িবাঁধের নিম্ন আয়ের মানুষের জন্য নেই কোন বিনোদনের ব্যবস্থা। তাই এই অঞ্চলের শিশুরা নদীর পাড়ে দুরন্তপনা করেই সময় কাটায়। -জনকণ্ঠ বেশ আছেন জরিনা জরিনা বেগম। গরুর লেজের চুল সংগ্রহ করে তা শুকিয়ে বিক্রি করেন। এই লেজের চুল সাধারণ পরচুলা, শেভিং ব্রাশসহ অন্যান্য জিনিস তৈরিতে ব্যবহৃত হয়। এভাবে দৈনিক শ’তিনেক টাকা আয় করেন এই দুই সন্তানের মা। এতে ভালই কাটছে তার জীবন। ঢাকার কামরাঙ্গীর চর এলাকা থেকে ছবি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী সবিতা রহমান।
×