ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডারবান টেস্টে টসে জিতে দক্ষিণ আফ্রিকা ফিল্ডিং নিয়েছে

প্রকাশিত: ২৩:৫৬, ২৬ ডিসেম্বর ২০১৫

ডারবান টেস্টে টসে জিতে দক্ষিণ আফ্রিকা ফিল্ডিং নিয়েছে

অনলাইন ডেস্ক ॥ ডারবানে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হয়েছে। প্রথম দিনেই বৃষ্টির কারনে লাঞ্চের আগে প্রথম শেসনে মাত্র ৬.১ ওভার খেলা সম্ভব হয়। টসে জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায় হাশিস আমলা প্রথমে ফিল্ডিং করার সিন্ধন্ত নেন। নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পরে খেলা শুরু হয়। মাত্র ৬.১ ওভারে পর আবার খেলা বন্ধ হয়ে যায়। এই সময় ইংল্যান্ডের রান ছিল ১ উইকেটে ১২ রান। অধিনায়ক এলিস্টার কুক শূন্য রানে স্টেইনের বলে আউট হয়। আপাত দৃষ্টিতে মনে হয় অধিনায়ক হাশিম আমলার সিন্ধান্ত সঠিক। দুই দেশের জন্য এই টেস্ট বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট বিরিজ হারলেও একদিনের ম্যাচ ও টি-২০ সিরিজ জিতে। অপর দিকে দক্ষিণ আফ্রিকাও সদ্যসমাপ্ত ভারত সফরে টেস্ট সিরিজ হারলেও একদিনের ম্যাচ ও টি-২০ সিরিজ জয়লাভ করে। তাই এই টেস্ট সিরিজ জিততে চায় দুই দল। দেখ্রা বিষয় বৃষ্টিবিঘিœত ম্যাচ ফলাফর আসে কি না। লাঞ্চের পর ইংল্যান্ড আরও এক উইকেট হারিয়েছে। ৮ ওভারে তাদের রান ২ উইকেটে ১৯ রান।
×