ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিমান বাহিনী প্রধানের মালিগামী বিএএফ কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং

প্রকাশিত: ০৫:০২, ২৫ ডিসেম্বর ২০১৫

বিমান বাহিনী প্রধানের মালিগামী বিএএফ কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং

বাংলাদেশ বিমান বাহিনী রিপাবলিক অব মালিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিএএফ কন্টিনজেন্টের প্রতিস্থাপন শুরু করতে যাচ্ছে। সেখানে বিমান বাহিনীর ১২৩ সদস্য শান্তিরক্ষী হিসাবে প্রতিস্থাপিত হবে। তারা আগামী ২৭ ডিসেম্বর জাতিসংঘের ভাড়া করা বিমানে মালির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন এয়ার কমোডর শফিকুল আলম। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি বৃহস্পতিবার তেজগাঁও পুরাতন বিমান বন্দর ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর ওভারসিজ অপারেশন ডেপ্লয়মেন্ট সেলে মালিগামী ব্যানএয়ার সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন। পরিশেষে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। তিনি মালিগামী বিএএফ কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে এক ফটোসেশনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকার এয়ার অফিসার এবং বিমান সদর ও বিএএফ ঘাঁটি বাশার ও বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধুর উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -আইএসপিআর এমআইএসটিতে আই সিসিআইটি সম্মেলন সমাপ্ত মিরপুর সেনানিবাস মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) আয়োজিত কম্পিউটার এ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি বিষয়ক ৩-দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আইসিসিআইটি বুধবার শেষ হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। সম্মেলনে বাংলাদেশসহ আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, ভারত, মালয়েশিয়া, তুরস্ক ও গ্রিসের স্বনামধন্য বিশেষজ্ঞ এবং গবেষকগণ অংশগ্রহণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সার্বিক সহযোগিতায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। -আইএসপিআর বেণুমালার দিনকাল পঙ্গু বলে নিজের স্বামীকে অবহেলা করেন না বেণুমালা। দুই বছর আগে রশিদ সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করলে নেমে আসে তাদের পরিবারে অভাবের কালো রাত। রিক্সাচালক রশিদের রিক্সাটি বিক্রি করে চায়ের দোকান দিলেও তা অবৈধ বলে উচ্ছেদ অভিযানে ভাঙ্গা পড়ে। ধীরে ধীরে তারা ভিক্ষাবৃত্তি বেছে নেয় পেটের তাগিদে। ছবিটি গাবতলী থেকে তোলা। -জনকণ্ঠ যুক্ত হয়েছে মোটরবাইক দেড় শ’ অত্যাধুনিক মোটরসাইকেল যুক্ত হয়েছে ফায়ার সার্ভিসে। ১০০টি ঢাকা ও ৫০টি ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে। এতে করে ফায়ার সার্ভিসের কর্মকা- আরও ত্বরান্বিত হবে বলে আশা করা যাচ্ছে। ছবিটি হাইকোর্ট মাজার সংলগ্ন এলাকা থেকে তোলা। -জনকণ্ঠ
×