ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন ও পুরনো গাড়ির সমীক্ষা হওয়া উচিত ॥ মেয়র আনিসুল

প্রকাশিত: ০৫:০১, ২৫ ডিসেম্বর ২০১৫

নতুন ও পুরনো গাড়ির সমীক্ষা হওয়া উচিত ॥ মেয়র আনিসুল

স্টাফ রিপোর্টার ॥ বাস, ট্রাকসহ দেশের সব যানবাহন সমীক্ষা করে একটি রেগুলেশন করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। আনিসুল হক বলেন, দেশে কতগুলো নতুন ও পুরনো গাড়ি চলছে তার সমীক্ষা হওয়া উচিত। প্রতিদিন কী পরিমাণ বাস-ট্রাক চলাচল করা উচিত তা বের করতে হবে। ট্রাক মালিকদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ৫শ’ ট্রাক মালিক ৫টি কোম্পানির মধ্যে আসতে রাজি হয়েছেন। সব মিলিয়ে এসব যানবাহনের একটি নীতিমালা তৈরি করা উচিত। অন্যদিকে, দেশের বিনিয়োগ আশানুরূপ পর্যায়ে নেই বলে মন্তব্য করেছেন উত্তর সিটির মেয়র। তিনি বলেন, যে পরিমাণ বিনিয়োগ হবে বলে আমরা আশা করছিলাম, তা হচ্ছে না। ব্যাংকের লাখো কোটি টাকা অলস পড়ে থাকার প্রমাণ পাওয়া যায়। কয়েকটি সেক্টরকে চিহ্নিত করে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। রাষ্ট্রপতির সঙ্গে ডুয়েট প্রতিনিধি দলের সাক্ষাত বিডিনিউজ ॥ বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তিসমৃদ্ধ জনশক্তি গড়ে তুলতে পাবলিক ও বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বৃহস্পতিবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডুয়েট উপাচার্য মোঃ আলাউদ্দিন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বর্তমান যুগে তথ্য প্রযুক্তির সমৃদ্ধ জনশক্তি গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। এ কাজে পাবলিক ও বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।
×