ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাভেদ এবং ইমরানের মধ্যে সেতুবন্ধনের কাজটি করেছেন আফ্রিদি

প্রকাশিত: ১৯:০৩, ২৪ ডিসেম্বর ২০১৫

জাভেদ এবং ইমরানের মধ্যে সেতুবন্ধনের কাজটি করেছেন আফ্রিদি

অনলাইন ডেস্ক ॥ ইমরান খানকে সম্ভবত আবার দেখা যাবে ক্রিকেট মাঠে। তবে বল বা ব্যাট হাতে নয়। কিংবদন্তি ক্রিকেটার এ বার মেন্টরের ভূমিকায়। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে শুরু হতে চলা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে চলেছেন ইমরান। পিএসএলের টিম পেশোয়ার জলমি-র মেন্টর হিসেবেই দেখা যাবে তাঁকে। যে পেশোয়ারের শাসনভার তাঁর দল তেহরিক-ই-ইনসাফের হাতে। তাই মনে করা হচ্ছে পেশোয়ারের একটা দলের সঙ্গে ইমরানের জড়িয়ে পড়াটা খুবই স্বাভাবিক। এ দিন পাক মিডিয়াকে পেশোয়ার জলমি টিমের মালিক জাভেদ আফ্রিদি বলেন, ‘‘ইমরান খানকে টিমের মেন্টর হিসেবে পেয়ে আমরা গর্বিত। উনি কখনও টি-টোয়েন্টি ক্রিকেট না খেললে কী হবে, ওর উপস্থিতিটাই আমাদের টিমকে তাতিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট।’’ জানা গিয়েছে জাভেদ এবং ইমরানের মধ্যে সেতুবন্ধনের কাজটি করেছেন পাকিস্তান টি-টোয়েন্টি টিমের ক্যাপ্টেন শাহিদ আফ্রিদি স্বয়ং। তিনিই ইমরানকে মেন্টর হতে রাজি করান। ১৯৯২-এ অবসরের পর ক্রিকেটের সঙ্গে আর জড়িয়ে পড়তে দেখা যায়নি ইমরানকে। বরং রাজনৈতিক জীবন নিয়েই ব্যস্ত ছিলেন। পাকিস্তানের প্রধান বিরোধী দলের নেতাও তিনি। তাই ইমরানের মেন্টর হওয়ার খবর ছড়াতেই কেউ কেউ প্রশ্ন তোলেন, রাজনীতির সঙ্গে এ ভাবে জড়িয়ে থাকার পরেও কী ভাবে ইমরান ক্রিকেটের জন্য সময় বার করবেন? ইমরান নিজে এ নিয়ে প্রতিক্রিয়া না দিলেও টিম মালিক জাভেদ আফ্রিদির দাবি, ব্যস্ততা থাকা সত্ত্বেও পেশোয়ার জলমির তরুণ ক্রিকেটারদের জন্য সময় বের করতে রাজি হয়েছেন ইমরান। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×