ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শুরু হলো শিক্ষামূলক যাত্রাপালা ‘চলো বাংলাদেশ’

প্রকাশিত: ০৩:৩২, ২৪ ডিসেম্বর ২০১৫

শুরু হলো শিক্ষামূলক যাত্রাপালা ‘চলো বাংলাদেশ’

স্টাফ রিপোর্টার ॥ প্রতিবছরের মতো এবারও দেশের জেলায় জেলায় শুরু হয়েছে শিক্ষামূলক যাত্রাপালা মঞ্চায়ন। স্কুলে ভর্তি, ঝরেপড়া রোধ ও প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষা গ্রহণ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যাত্রাপালা মঞ্চায়নে সহযোগিতা করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা গণসাক্ষরতা অভিযান। তত্ত্বাবধানে রয়েছে দেশ অপেরা। এবারের নির্বাচিত পালা হচ্ছে যাত্রানট মিলন কান্তি দে রচিত ও পরিচালিত ‘চলো বাংলাদেশ’। মঙ্গলবার নাটোরের উত্তরণ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় রাজশাহী জেলার বাগমারা উপজেলার মসমল বাজারে এবং একই দিনে বাগেরহাটের সুন্দরবন অপেরার পরিবেশনায় বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি গ্রামে পালাটি মঞ্চায়ন হয়। যাত্রানট মিলন কান্তি দে জানান, চলতি ডিসেম্বর মাসে ও জানুয়ারিতে মোট ৮টি জেলায় এ পালা মঞ্চায়ন হবে। শিক্ষামূলক যাত্রানুষ্ঠান কার্যক্রমের তত্ত্বাবধানে রয়েছেন- গণসাক্ষরতা অভিযানের অনুষ্ঠান কর্মকর্তা আবেদা সুলতানা। পরবর্তী আর ৬টি প্রদর্শনী হবে- টাঙ্গাইল, নেত্রকোনা, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর, যশোর ও নওগাঁ জেলায়। প্রদর্শনী প্রসঙ্গে মিলন কান্তি দে বলেন, শিক্ষামূলক যাত্রানুষ্ঠানের মাধ্যমে এক ধরনের সামাজিক আন্দোলনেরও সূচনা হয়েছে বলা যায় এবং এ আন্দোলনের সূচনা করেন-সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে, চৌধুরী। ২০১১ সাল থেকে শুরু হওয়া শিক্ষামূলক যাত্রা প্রদর্শনীগুলো বিপুল জনপ্রিয়তা পাচ্ছে বিভিন্ন জেলায় গ্রামে গঞ্জে।
×