ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাতিরঝিলে নামছে বাস

প্রকাশিত: ০৭:৪৯, ২৩ ডিসেম্বর ২০১৫

হাতিরঝিলে নামছে বাস

বিডিনিউজ ॥ রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় চালু হতে যাচ্ছে যাত্রীবাহী বাস সার্ভিস। বুধবার সকালে চারটি বাস উদ্বোধনের মাধ্যমে যাত্রী পরিবহনের প্রক্রিয়া শুরু হবে বলে জানান রাজউকের হাতিরঝিল প্রকল্পের পরিচালক জামাল আক্তার ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ২৭ সিটের চারটি বাস দিয়ে হাতিরঝিলে বাস সার্ভিস চালু করছে রাজউক। পরে আরও কিছু এসি বাসও এর সঙ্গে যুক্ত হবে।’ এই বাসে যাত্রীদের রামপুরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত ১৫ টাকা এবং পুরো হাতিরঝিল চক্কর দেয়ার জন্য ৩০ টাকা দিতে হবে। ৩০২ একর জমির ওপর গড়ে ওঠা হাতিরঝিল প্রকল্পে ১৬ কিলোমিটার সড়ক রয়েছে।
×