ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিএসএফের গুলিতে এ বছর সর্বোচ্চ ৪৫ বাংলাদেশী নিহত

প্রকাশিত: ০৭:৪৭, ২৩ ডিসেম্বর ২০১৫

বিএসএফের গুলিতে এ বছর সর্বোচ্চ ৪৫ বাংলাদেশী নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে গত পাঁচ বছরের মধ্যে এ বছরই সবচেয়ে বেশি বাংলাদেশী নিহত হয়েছে বলে দাবি বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলোর। খবর বিবিসি বাংলা অনলাইনের। আইন ও সালিশ কেন্দ্র বলছে, চলতি বছর এ পর্যন্ত বিএসএফের গুলিতে ৪৫ বাংলাদেশী নিহত হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৩৩ জন। মঙ্গলবার ভোরেও বাংলাদেশের ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে হেমন্ত চন্দ্র নামের একজন বাংলাদেশী নিহত হয়েছে।
×