ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উড়োজাহাজের ধোঁয়ায় চাকায় আতঙ্ক

প্রকাশিত: ০৭:৩৬, ২৩ ডিসেম্বর ২০১৫

উড়োজাহাজের ধোঁয়ায় চাকায়  আতঙ্ক

স্টাফ রিপোর্টার ॥ কুয়েত থেকে আগত বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর চাকায় হঠাৎ ধোঁয়া দেখা যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিমানের এক কর্মকর্তা জানান, উড়োজাহাজটি জোরে অবতরণের সময় পেছনের চাকায় প্রচ- গরমে ধোঁয়া বের হতে দেখা যায়। এটাকে আগুন বলা যাবে না। সাধারণত পাইলট যদি হেভি ল্যান্ডিং বা জোর গতিতে অবতরণ করে তাহলে সাধারণত পেছনের চাকা বা ল্যান্ডিং গিয়ার প্রচ- গরম হয়ে যায়। এতে কখনও আগুন ধরে বা কখনও ধোঁয়া বের হয়। তবে এ ক্ষেত্রে কি ঘটেছে সেটা তদন্ত না করে বলা যাবে না। এদিকে বিমান প্রকৌশল শাখা সূত্রে জানা যায়, উড়োজাহাজটিকে টেকনিক্যাল ঘোষণা করা হয়েছে। বিমানটি হ্যাঙ্গারে রেখে ত্রুটি মেরামত করা হচ্ছে।
×