ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩২ শতাংশ নগদ লভ্যাংশ অনুুমোদন প্রাণের

প্রকাশিত: ০৫:১২, ২৩ ডিসেম্বর ২০১৫

৩২ শতাংশ নগদ লভ্যাংশ অনুুমোদন প্রাণের

অর্থনৈতিক রিপোর্টার ॥ এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের (এএমসিএল-প্রাণ) ২০১৪-১৫ হিসাব বছরের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা। মঙ্গলবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানির ৩০তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন করা হয়। সভায় জানানো হয়, আলোচ্য হিসাব বছরে কোম্পানির কর পূর্ববর্তী মুনাফা হয়েছে ৭ কোটি ১২ লাখ টাকা। ৩৪ কোটি ৮০ লাখ টাকার পণ্য রফতানিসহ এ সময়ে মোট বিক্রয়ের পরিমাণ ২১০ কোটি টাকা। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান লে. কর্নেল মাহ্তাবউদ্দিন আহমেদ (অব), ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইলিয়াস মৃধা, উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, স্বতন্ত্র পরিচালক এম এ মান্নান, পরিচালক (অর্থ) উজমা চৌধুরী, প্রধান অর্থ কর্মকর্তা আতিয়ুর রাসুল, পরিচালক (বিপণন) চৌধুরী কামরুজ্জামান ও কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান। এছাড়া সভায় শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর মঙ্গলবার এএমসিএল প্রাণ শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে; যার পুরোটাই নগদ। কোম্পানির ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ১৯ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৪ টাকা ৬৩ পয়সা।
×