ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী পাটশিল্পকে ধ্বংস করা হয়

প্রকাশিত: ০৫:১১, ২৩ ডিসেম্বর ২০১৫

বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী পাটশিল্পকে  ধ্বংস করা হয়

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর ॥ পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া ও খালেদা জিয়ার আমলে বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী তারা পাটকলগুলো বন্ধ করে দেয় এবং পাটশিল্পকে ধ্বংস করে দেয়। এতে করে পাটচাষীদের পেটে লাথি মারা হয়েছে। পাটের তৈরি চালের বস্তা ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে তিনি মঙ্গলবার গাজীপুরের টঙ্গী ও বোর্ডবাজারসহ বেশ কয়েকটি এলাকায় চালের আড়ত পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি চাল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং পাটের বস্তায় চাল বিক্রি করতে তাদের উৎসাহিত করেন।
×