ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ার্টফোর্ডে বিধ্বস্ত লিভারপুল পরাজয়ে হতাশ কোচ ক্লপ

প্রকাশিত: ০৫:১৬, ২২ ডিসেম্বর ২০১৫

ওয়ার্টফোর্ডে বিধ্বস্ত লিভারপুল পরাজয়ে হতাশ কোচ ক্লপ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না লিভারপুল। রবিবার টুর্নামেন্টের নতুন দল ওয়াটফোর্ডের বিপক্ষেও লজ্জাজনকভাবে হেরেছে অলরেডরা। এবার ওয়ার্টফোর্ডেল কাছে ৩-০ গোলে হেরে পয়েন্ট খোয়ায় জার্গেন ক্লপের দল। এর ফলে সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে টানা চার ম্যাচে জয়বিঞ্চত লিভারপুল। এ মাসের শুরুতেই নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হার মানে লিভারপুল। এরপর ইউরোপা লীগ আর ইংলিশ লীগেও জেতা হয়নি জার্গেন ক্লপের শিষ্যদের। যে কারণে শীতকালীন ছুটিতে যাওয়ার আগে এই ম্যাচটি ছিল তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু এই ম্যাচেও ভাগ্যের কোন পরিবর্তন হয়নি সাবেক বরুশিয়া ডর্টমুন্ডের কোচ জার্গেন ক্লপের দলের। নাইজিরিয়ান ইঘালোর দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেন লিভারপুলের বিপক্ষে। একাই জোড়া গোল করেন তিনি। আর হল্যান্ডের উঠতি তারকা নাথানের পা থেকে আসে বাকি গোলটি। ম্যাচের তৃতীয় মিনিটে গোল করে ওয়ার্টফোর্ডকে এগিয়ে দেন হল্যান্ডের ২০ বছর বয়সী তরুণ ডিফেন্ডার নাথান। এরপর ম্যাচের ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইঘালো। দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে গোল করেন নাইজিরিয়ার ২৬ বছর বয়সী স্ট্রাইকার ইঘালো। তৃতীয় মিনিটে নাথান লিভারপুলের ডি-বক্সে জটলার মধ্য থেকে জালে শট নিয়ে বল জড়িয়ে দেন। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে ইঘালো ডানপায়ের কোনাকুনি শটে অলরেডদের জালে বল জড়ান। ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করতে এই নাইজিরিয়ান স্ট্রাইকার সহায়তা পান বেহরামির। ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম শক্তিশালী ক্লাবগুলোর একটি হলো লিভারপুল। কিন্তু গত এক দশক ধরেই নিষ্প্রভ তারা। চলতি মৌসুমেও নিজেদের হারিয়ে খোঁজছে ক্লাবের ফুটবলাররা। গত মাসে ক্লাবের বাজে পারফর্মেন্সের কারণে অভিজ্ঞ কোচ ব্রেন্ডন রজার্সকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। তারই উত্তরসূরি হিসেবে লিভারপুলে কোচের দায়িত্ব পান জার্গেন ক্লপ। সাবেক বরুশিয়া ডর্টমুন্ডের কোচ জার্গেন ক্লপও ক্লাবের এমন পারফর্মেন্সে অসন্তুষ্ট। ম্যাচে হারের পর তিনি বলেন, ‘ম্যাচের শুরুটাই ছিল অত্যন্ত বাজেভাবে। ম্যাচের শুরুতেই প্রথম গোল খেয়ে যাই আমরা। আর এটাই সবকিছু বদলে দেয়। খেলোয়াড়রা মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং তারা খেলায় মনোযোগ হারিয়ে ফেলে।’ এ ম্যাচে হারের পর ১৭ ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ ২৪ পয়েন্ট। অবস্থান লীগ টেবিলের নয় নাম্বারে। অলরেডসদের সংগৃহীত পয়েন্ট ২৪। সমান ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিচেস্টার সিটি। ৩৩ এবং ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে যথাক্রমে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি। তবে নাজেহাল অবস্থায় ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। চলতি মৌসুমে লীগে জয় মাত্র পাঁচ ম্যাচে। সবমিলিয়ে ১৮ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ১৫ নাম্বারে অবস্থান করছে ব্লুজরা। আর তার ফল হিসেবে ক্লাবের অভিজ্ঞ কোচ জোশে মরিনহোকেও বরখাস্ত করে চেলসি। গত সপ্তাহে স্পেশাল ওয়ানকে বরখাস্ত করে তারা। ইতোমধ্যে জোশে মরিনহোর উত্তরসূরি হিসেবে গাস হিডিঙ্ককে নিয়োগ দিয়েছে চেলসি। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে যোগ দেয়ার পর নিজেদের প্রথম ম্যাচে জয়ও পেয়েছে ব্লুজরা। শনিবার নিজের প্রথম ম্যাচে চেলসি ৩-১ গোলে হারায় সান্ডারল্যান্ডকে। তবে ব্লুজদের দুরাবস্থা কাটিয়ে উঠতে তার সহকারী কোচ হিসেবে দিদিয়ের দ্রগবাকে চান হল্যান্ডের এই কোচ। তার সহকারী কোচ হিসেবে দ্রগবাকে দেখতে চান কি না এমন প্রশ্নের জবাবে এক সাক্ষাতকারে গাস হিডিঙ্ক বলেন, ‘আমরা তাকে সংযুক্ত করতে চাই। আমরা গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দলের সঙ্গে জড়াতে চাই যারা ক্লাবের প্রতি যতœশীল এবং মনোযোগী হবে। আর দ্রগবার হৃদয়ে তো সবসময়ই চেলসি।’ এটা হিডিঙ্ক না বললেও সুস্পষ্ট। কেননা মরিনহোর বিদায়ের পরপরই স্ট্যামফোর্ডব্রিজে চলে যান দ্রগবা।
×