ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হিলারি মিথ্যাবাদী ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৪:০০, ২২ ডিসেম্বর ২০১৫

হিলারি মিথ্যাবাদী ॥ ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্র্যাটরা নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেষ্টার শহরে তাদের তৃতীয় বিতর্কানুষ্ঠানে মিলিত হওয়ার একদিন পর মঞ্চে ছিলেন না এমন এক প্রার্থীর দিকে লোকজনের মনোযোগ বহুলাংশে আকৃষ্ট হয়। তিনি হলেন রিপাবলিকান পার্টির তেজোদ্দীপ্ত অগ্রগামী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতের অনুষ্ঠানে ট্রাম্পের নামোল্লেখ করে তাকে নয় বার আক্রমণ করা হয় এবং এর মধ্যে ডেমোক্র্যাটিক পার্টির অগ্রগামী প্রার্থী হিলারি ক্লিনটনকে পাঁচ বার ট্রাম্পের নাম মুখে আনেন। রবিবার সকালে দুটি টকশো সাক্ষাতকারে ট্রাম্প পাল্টা আঘাত হানেন। হিলারিকে লক্ষ্য করে ট্রাম্প তাকে দুর্বল বলে অভিহিত করেন। ইসলামিক স্টেট সন্ত্রাসীরা তাদের লোক সংগ্রহ প্রচার কাজে ইসলামীদের নিয়ে ট্রাম্পের ব্যক্ত বক্তব্যকে কাজে লাগাচ্ছে এমন এক অপ্রমাণিত অভিযোগ করায় হিলারিকে মিথ্যাবাদী বলেন ট্রাম্প। রিয়াল এস্টেট মোগল ট্রাম্প এনবিসির নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বলেন, এটি হিলারির ঠিক আরেক মিথ্যাচার। তিনি যে কোন বিষয়ে পাগলের মতো মিথ্যাচার করেন- সেটি তাকে কোন হেলিকপ্টারে বা কোন বিমানে গুলি করে হত্যা করা হচ্ছিল এমন কোন সফর সম্পর্কেও হতে পারে। তিনি এক মিথ্যুক এবং সেটি সবাই জানেন। এ অভিযোগ ও পাল্টা অভিযোগ প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ট্রাম্পের অসম্ভব ও অব্যাহত দাপটই প্রকাশ পায়। তিনি কয়েক মাস ধরেই রিপাবলিকান প্রার্থীদের মধ্যে শীর্ষে রয়েছেন এবং ডেমোক্র্যাটরা তাকেই রিপাবলিকান পার্টির সম্ভাব্য মনোনীত প্রার্থী হিসেবে দেখতে শুরু করেছেন। ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম মনোনয়ন প্রত্যাশী ও সিনেটর বার্নি স্যান্ডারস এবিসির ‘দিস উইক অনুষ্ঠানে বলেন, আমি সোজাসুজি বলছি আমার মনে হয় আপনারা এক ডাহা মিথ্যুক পেয়েছেন। তিনি ট্রাম্পের এ অমূলক দাবির প্রতি ইঙ্গিত করছিলেন যে, ৯/১১ হামলার পর নিউ জার্সিতে হাজার হাজার মুসলিমের উল্লাস প্রকাশ করার দৃশ্য টেলিভিশনে দেখা গিয়েছিল। স্যান্ডারস বলেন, আমার মনে হয়, ট্রাম্প যা বলছেন তার অনেকখানিই মিথ্যা বা সত্যের পুরোপুরি বিকৃতি। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীরা বিশেষত তাদের মঙ্গলবারের নিজস্ব বিতর্কানুষ্ঠানের পর ট্রাম্পের বাগাড়ম্বর নিয়ে তাদের উদ্বেগের কথা ক্রমশ জোরালোভাবে ব্যক্ত করছেন। যুক্তরাষ্ট্রের সীমান্ত বেশিরভাগ মুসলিমের জন্য বন্ধ করে দেয়া উচিত- সুনির্দিষ্টভাবে ট্রাম্পের এ উক্তিই উদ্বেগের সঞ্চার করেছে। সিনেটর মার্কো রুবিত রবিবার সিবিএসের ‘ফেস দ্য নেশান’ অনুষ্ঠানে বলেন, ডোনাল্ড ট্রাম্প যথার্থই সংবাদ শিরোনাম থেকে বাদ পড়ে গিয়েছিলেন, কারণ আমরা ৯/১১’র পর আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা দেখতে পাই। তিনি ক্যালিফোর্নিয়ার সান বারনারডিনোতে ১৪ ব্যক্তির হত্যাকা-ের প্রতিই ইঙ্গিত করছিলেন। তিনি বলেন, ট্রাম্প শিরোনামে ফিরে আসতে চেয়েছিলেন। আর তিনি চমকালো ও সাংঘাতিক কোন কিছু নিয়ে হাজির হন, যাতে মানুষ এর জবাব দেয় এবং তিনি শিরোনাম দখল করতে পারেন। সিনেটর র‌্যান্ড পল ‘ফেস দ্য নেশান’ অনুষ্ঠানে ট্রাম্পের অগ্রবর্তী অবস্থানকে ‘গভীর উদ্বেগের বিষয়’ বলে অভিহিত করেন। তিনি বলেন, আমার মনে হয় তিনি সাধারণ নির্বাচনে নির্মূল হয়ে যাবেন। ডেমোক্র্যাটদের মতে, ধনাঢ্য ট্রাম্প তার বিতর্কিত মন্তব্য নিয়ে রিপাবলিকান পার্টির অন্যান্য প্রার্থীকেও আক্রমণ করার এক সুবিধাজনক হাতিয়ার ও এক কৌশলগত সুযোগ প্রদান করছেন। শনিবারের তর্কানুষ্ঠানে ম্যারিল্যান্ডের সাবেক গবর্নর মার্টিন ও ম্যালি জাতীয় নিরাপত্তা ও মুসলিমদের সম্পর্কে ট্রাম্পের মন্তব্যকে ‘ধনাঢ্যদের ফ্যাসিবাদী আবেদন’ বলে বর্ণনা করেন। ট্রাম্পের কথাবার্তা ‘চরমপন্থী মতবাদের আগুন ছড়াচ্ছে’ বলে হিলারি সতর্ক করে দেন। সন্ত্রাসীদের দল ইসলামিক স্টেট লোক সংগ্রহ করার লক্ষ্যে ভিডিওতে ট্রাম্পের মন্তব্যকে কাজে লাগাচ্ছে- বিতর্কে এমন দাবি করায় হিলারি তথ্যানুসন্ধানীদের সমালোচনার মুখে পড়েন। এরূপ কোন প্রচারণা দেখা যায়নি, যদিও সন্ত্রাসবিষয়ক বিশেষজ্ঞরা বলেন, মুসলিমদের নিয়ে ট্রাম্পের মন্তব্য চরমপন্থীদের সামাজিক মাধ্যমে তুলে ধরা হচ্ছে। -ওয়াশিংটন পোস্ট
×