ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ড্রাগন সোয়েটারের আইপিও আবেদন ১৭ জানুয়ারি

প্রকাশিত: ০৩:৫৭, ২২ ডিসেম্বর ২০১৫

ড্রাগন সোয়েটারের আইপিও আবেদন ১৭ জানুয়ারি

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে টাকা উত্তোলনের অনুমোদন পাওয়া বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিং লিমিটেডের আইপিওতে আবেদন শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৭ জানুয়ারি সকাল ১০টায় শুরু হবে এ কোম্পানির আইপিও আবেদন। সূত্র মতে, ড্রাগন সোয়েটারের আইপিওতে স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীরা ১৭ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬১তম সাধারণ সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। জানা যায়, আইপিওতে কোন প্রকার প্রিমিয়াম ছাড়া ১০ টাকা অভিহিত মূল্যে ৪ কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। যার মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি শেয়ারে। -অর্থনৈতিক রিপোর্টার বারাকা পাওয়ারের ক্রেডিট সম্পন্ন ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) রেটিং অনুযায়ী বারাকা পাওয়ারের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘ডাবল এ২’। ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্ধবছর এবং ৩১ অক্টোবর ২০১৫ পর্যন্ত অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×