ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিইউপির নয়া প্রো-ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহ

প্রকাশিত: ০৮:২১, ২১ ডিসেম্বর ২০১৫

বিইউপির নয়া প্রো-ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহ

রাষ্ট্রপতি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের চ্যান্সেলর ঢাবি লোক প্রশাসন বিভাগের প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহকে বিইউপিা প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দান করেছেন। তিনি ভাইস চ্যান্সেলর গত ১৫ ডিসেম্বর বিইউপিতে যোগ দেন। প্রফেসর কলিমউল্লাহ ১৯৮৪ থেকে ঢাবি লোক প্রশাসন বিভাগে শিক্ষকতায় নিয়োজিত। ইতোপূর্বে তিনি লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান এবং জাপান স্টাডি সেন্টারের ডিরেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান। দেশ-বিদেশের জার্নাল ও প্রকাশনা সংস্থা থেকে তার বেশ কিছু গ্রন্থ ও গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। -বিজ্ঞপ্তি।
×