ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৪:৪৩, ২১ ডিসেম্বর ২০১৫

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ হৃদরোগে আক্রান্ত শিশু সোনিয়ার (২২ মাস) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার হার্টে ছিদ্র ধরা পড়েছে। জরুরী ভিত্তিতে অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ৬ লাখ টাকা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সদর ইউনিয়নের শিমুলতলা গ্রামে তাদের বাড়ি। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। শিশুটির পিতা সোলেয়মান একজন ভ্যানচালক এবং মাতা রোজী বেগম গৃহিণী। চিকিৎসার টাকা যোগান দিতে উপার্জনের একমাত্র সম্বল রিকশা ভ্যানটিও বিক্রি করতে হয়েছে। একটু করো ভিটামাটি ছাড়া সহায়সম্বল বলতে আর কিছুই নেই। টাকার অভাবে বন্ধ রয়েছে চিকিৎসা। এমতাবস্থায়, শিশু সোনিয়ার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭৪১৬১১৬৪০ (বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- সোলেয়মান, সোনালী ব্যাংক লিঃ, পলাশবাড়ী শাখা, গাইবান্ধা, হিসাব নং -২৪৮০৮। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×