ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আসামিদের হুমকি

যশোরে নিহত শিশু মিরাজের পরিবার বাড়িছাড়া

প্রকাশিত: ০৩:৫৬, ২১ ডিসেম্বর ২০১৫

যশোরে নিহত শিশু মিরাজের পরিবার বাড়িছাড়া

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিকরগাছায় শিশু রিয়াদুল ইসলাম মিরাজ হত্যাকারীদের হামলা ও ষড়যন্ত্রমূলক মামলায় দিশেহারা হয়ে পড়েছে বাদীর পরিবার। অত্যাচার-নির্যাতনে শিশু মিরাজের পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ জন্য তারা বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে দিয়েছে। রবিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহত মিরাজের মা সালেহা খাতুন। লিখিত বক্তব্যে সালেহা বেগম জানান, মিরাজ হত্যা মামলার বিচার প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলায় এ মামলার আসামিরা বেপরোয়া হয়ে উঠেছে। খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে গত ৬ ডিসেম্বর জামিন ও পরদিন মুক্তি পায় মামলার প্রধান আসামি জাহিদ হাসান মিলন। এরপর ৮ ডিসেম্বর আদালত চত্বরেই সে সাক্ষী আবদুল করিমকে জীবননাশের হুমকি দেয়। হুমকির বিষয়টি পরবর্তী ১৩ ডিসেম্বর শুনানিতে আদালতকে অবহিত করা হয়। এরপর ওই দিনই আদালত মিলনের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠিয়ে দেন। এতে ক্ষিপ্ত ওই রাতেই মিলনের লোকজন বাদীর বাড়ি হামলা চালায়। এখন নিরাপত্তার অভাবে মিরাজের পরিবার বাড়িছাড়া। সালেহা বেগম আরও অভিযোগ করেন, হত্যা মামলা থেকে বাঁচতে আসামিরা পুলিশকে ম্যানেজ করে মিরাজের পিতা মিজানুর রহমানকে ঝিকরগাছা থানার নাশকতা মামলায় জড়িয়েছে। অথচ তাদের পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং এলাকার মানুষও তা জানে। ২০১৩ সালের ২০ নবেম্বর ২৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে যশোরের ঝিকরগাছার লাউজানি গ্রাম থেকে ঝিকরগাছা বিএম হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র রিয়াদুল ইসলাম মিরাজকে অপহরণ করা হয়। মুক্তিপণের টাকা না আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করে। পর দিন তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মিরাজের বাবা মিজানুর রহমান বাদী হয়ে ঝিকরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ডিবি পুলিশ ১২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। বতর্মানে মামলাটি খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত মিরাজের মামা হারুন অর রশিদ, চাচি হালিমা খাতুন, সুফিয়া খাতুন ও নার্গিস খাতুন।
×