ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভুলবশত মার্কিন বিমান হামলায় ইরাকী সৈন্য নিহত হয়েছে ॥ কার্টার

প্রকাশিত: ০৩:৫৫, ২১ ডিসেম্বর ২০১৫

ভুলবশত মার্কিন বিমান হামলায় ইরাকী সৈন্য নিহত হয়েছে ॥ কার্টার

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ্যাশ কার্টার বলেছেন, ভুলবশত মার্কিন নেতৃত্বাধীন জোটবাহিনীর বিমান হামলায় বেশ কয়েকজন ইরাকী সৈন্য নিহত হয়েছে। তিনি শনিবার সাংবাদিকদের বলেন, ওই হামলা ভুলবশত হয়েছে বলে মনে করা হচ্ছে। উভয়পক্ষ এ ভুলের সঙ্গে জড়িত ছিল। এই ঘটনায় শোক জানাতে তিনি ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সঙ্গে কথা বলেছেন। খবর এএফপির। কার্টারের এ বক্তব্য মার্কিন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। তিনি মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কেয়ারসার্জ পরিদর্শনকালে এ কথা বলেন। জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় জোটের মিশনকে সহায়তা করছে এই যুদ্ধজাহাজ। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইএসের বিরুদ্ধে জোটের যুদ্ধ চলাকালে এই প্রথমবার সপক্ষের ওপর বিমান হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগনপ্রধান অবশ্য বিমান হামলায় কত সৈন্য নিহত হয়েছে তা জানাননি। তবে ইরাকী কর্মকর্তারা বলেছিলেন, হামলায় তাদের ১০ সৈন্য নিহত হয়েছে। কার্টার বলেন, এ ঘটনা ঘটেছে যখন আপনারা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন। তিনি ইরাকের পশ্চিমাঞ্চলের নগরী ফালুজার কাছে শুক্রবারের এ বিমান হামলা ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন।
×