ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের রফতানি কমছে

প্রকাশিত: ০৫:২৮, ২০ ডিসেম্বর ২০১৫

ভারতের রফতানি কমছে

টানা একবছর ধরে কমছে ভারতের রফতানি। সম্প্রতি দেশটির বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত নবেম্বরে রফতানি ২৪ শতাংশ কমে ২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে রফতানি ছিল ২৬ দশমিক ০৪ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক পর্যায়ে হ্রাসমান চাহিদা ভারতের রফতানি খাতকে প্রভাবিত করছে। ফলে দেখা দিয়েছে শঙ্কা। যুক্তরাষ্ট্রে সুদহার বাড়ল যুক্তরাষ্ট্রের ফেডারেল রির্জাভ দীর্ঘ এক দশকের মধ্যে প্রথমবারের মতো সুদ হার বাড়িয়েছে। সুদ হার শূন্য দশমিক পঁচিশ শতাংশ বাড়ানো হয়েছে। সুদ বাড়ানোর এই ঘোষণার সঙ্গে সঙ্গে দেশটির শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠেছে। আন্তর্জাতিক বাজারে ডলার শক্তিশালী হচ্ছে। তবে এতে অনেক দেশ ও কোম্পানি ঋণ গ্রহণে সমস্যার মুখে পড়ছে। সৌদির জন্য বুমেরাং অপরিশোধিত জ্বালানি তেলের দাম বর্তমানে নেমে এসেছে ব্যারেল প্রতি ৩৭ ডলারে যা আঠারো মাস আগেও ছিল ১০৫ ডলার। সামনে তা ২০ ডলারেও নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। পণ্যটির এই অকল্পনীয় দরপতনের জন্য দায়ী সৌদি একগুঁয়ে নীতি। তারা উৎপাদন কমাতে চায়নি। এখন খেসারত দিতে হচ্ছে। জিডিপি হ্রাসের পাশাপাশি দেশটির বাজেট ঘাটতি দাঁড়িয়েছে বিশ শতাংশে।
×