ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইসলামী ব্যাংকের এসএমই বিনিয়োগ

রূপালী উদ্যোগে সোনালি সাফল্য

প্রকাশিত: ০৪:৩০, ২০ ডিসেম্বর ২০১৫

রূপালী উদ্যোগে সোনালি সাফল্য

নাটোরের গোলাম নবী। লেখাপড়ায় খুব বেশি অগ্রসর হতে না পারলেও বড় হওয়ার স্বপ্ন ছিল তার। ১৯৯৪ সালে সামান্য পুঁজি নিয়ে নিজ উদ্যোগে শুরু করেন মৎস্য চাষ। প্রথমে মাছের পোনা উৎপাদন দিয়ে শুরু করেন তার ব্যবসা। সে সময় মৎস্য চাষে নাটোর সদর থানার কৃষকদের মাঝে তেমন আগ্রহ ছিল না। তবু থেমে থাকেননি গোলাম নবী। আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে ধীরগতিতে চলছিল তার পোনা উৎপাদন ও মৎস্য চাষ। এমন সময় বিনিয়োগ সুবিধা নিয়ে তার পাশে দাঁড়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নাটোর শাখা। গোলাম নবীর ব্যবসায়িক বুদ্ধিমত্তা, কর্মোদ্দীপনা ও দূরদর্শিতা বিবেচনা করে ব্যাংক প্রাথমিকভাবে তাকে দুই লাখ টাকার বিনিয়োগ প্রদান করে। সেই তার পথচলা শুরু। তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বিনিয়োগের টাকায় তিনি ৬-৭ বিঘার কয়েকটি পুকুর লিজ নিয়ে ব্যবসার পরিধি বৃদ্ধি করেন। এখন তিনি ব্যাংকের একজন বড় বিনিয়োগ গ্রাহক। বর্তমানে তার প্রতিষ্ঠানে ইসলামী ব্যাংকের বিনিয়োগ এক কোটি ৮৬ লাখ টাকা। তিনি নিজস্ব পুকুরসহ প্রায় ৩শ’ বিঘা জলাভূমিতে মাছের চাষ করছেন। উন্নত ও নতুন নতুন জাতের মাছের সংমিশ্রণে তার পুকুরগুলো সমৃদ্ধ। তার মাছের পোনার চাহিদা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। তার মাছের খামারে প্রায় ১শ’ জন কর্মী কাজ করছে নিয়মিতভাবে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আরও কয়েক হাজার বেকার মানুষের। গোলাম নবীর মৎস্য চাষের সাফল্যে আগ্রহী হয়ে অনেক শিক্ষিত যুবকও এ পেশায় এগিয়ে আসছে। -বিজ্ঞপ্তি ওয়েস্টিন হোটেলের জনসংযোগ পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সেলিনা মোমেন পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে জনসংযোগ পরিচালক হিসেবে যোগদান করেছেন পেশাদার পাবলিক এফেয়ার্স ও নেটওয়াকিং বিশেষজ্ঞ সেলিনা মোমেন। জনসংযোগ, মার্কেটিং, সেলস ও যোগাযোগ পেশায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন সেলিনা এর আগে পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে জনসংযোগ পরিচালক, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার ডেপুটি ম্যানেজিং এডিটর এবং ইভেন্টপ্রো নামের প্রতিষ্ঠানে ইভেন্ট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বেসরকারী টিভি চ্যানেল এটিএন বাংলা এবং এনটিভিতে ইংরেজী সংবাদ পাঠিকা হিসেবেও সুনাম অর্জন করেছেন। ওয়েস্টিনের জেনারেল ম্যানেজার মি. ডেনিয়েল মুহর আশা প্রকাশ করেন, জনসংযোগ কাজে সেলিনা মোমেনের দীর্ঘ অভিজ্ঞতা হোটেলটির সুনাম আরও বৃদ্ধিতে সহায়ক হবে। -বিজ্ঞপ্তি
×