ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এটা দারুণ এক শিক্ষা ॥ মরিনহো

প্রকাশিত: ০৪:২২, ২০ ডিসেম্বর ২০১৫

এটা দারুণ এক শিক্ষা ॥ মরিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ দলের টানা ব্যর্থতা কোনভাবেই কাটিয়ে উঠতে পারছিলেন না মরিনহো। শেষ পর্যন্ত পদ থেকে সরিয়েই দেয়া হলো। চেলসির কোচ হিসেবে আর নেই জোশে মরিনহো। এমন তিক্ত একটি অভিজ্ঞতা হবে ভাবতেই পারেননি এ পর্তুগীজ কোচ। তবে এটিকে বিস্ময়কর ও অভূতপূর্ব এক শিক্ষা বলেই মনে করছেন তিনি। মরিনহোর দাবি এই শিক্ষাটা অন্তত ১৫ বছর আগেই পাওয়া উচিত ছিল, কিন্তু সেটা বিলম্বে পাচ্ছেন তিনি। মরিনহোকে ছুড়ে ফেলার পরই চেলসি কর্তৃপক্ষ দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া জাতীয় দলের সাবেক কোচ গাস হিডিঙ্কের সঙ্গে অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেয়ার বিষয়ে আলোচনা করেছে।চেলসি মনে করছে ক্লাবের পুনরুত্থানের জন্য হিডিঙ্কের মতো কোচই উপযুক্ত। কিন্তু হিডিঙ্ক চলতি মৌসুমের শেষ পর্যন্ত আপাতত দায়িত্বে থাকার যে প্রস্তাব পেয়েছেন সেটা বিবেচনা করে দেখছেন। এখনও নিশ্চিতভাবে দায়িত্ব নেয়ার বিষয়ে কিছু বলেননি। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো নিশ্চিতভাবেই বলছে হিডিঙ্ক চেলসির দায়িত্ব নিতে যাচ্ছেন। কারণ ইতোমধ্যেই চেলসির মালিক রোমান আব্রামোভিচের সঙ্গে কথা বলেছেন। গত মৌসুমেই চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি মরিনহোর হাত ধরে। কিন্তু এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে একেবারেই দুরবস্থা স্ট্যামফোর্ড ব্রিজের দলটির। ১৬ ম্যাচে মাত্র ১৫ পয়েন্ট নিয়ে ১৬তম অবস্থানে আছে দলটি। এবার ইংলিশ প্রিমিয়ার লীগের শুরু থেকেই তেমন সুবিধা করতে পারেনি চেলসি। তবে মরিনহোর ওপর আস্থা রেখেছিলেন চেলসি কর্তৃপক্ষ। সেই আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন মরিনহো। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার তাকে বরখাস্তই হতে হলো। এ বিষয়ে ৫২ বছর বয়সী মরিনহো এক সাক্ষাতকারে বলেন, ‘আমার বলতেই হয় যে এটা খুব ভাল এক অভিজ্ঞতা। অভিজ্ঞতাটা মনে হয় অনেক পরেই আসলো, সম্ভবত ১৫ বছর দেরিতে। আমি এটার সঙ্গে বসবাস করার জন্য প্রস্তুত। আমার দীর্ঘ অভিজ্ঞতা এবং পরিণত হয়ে ওঠার কারণেই এরসঙ্গে দ্রুতই সামাল দিয়ে এগিয়ে যেতে পারব। শুধু নিজের বিষয়ে বলতে চাই যে আমার আরও কিছু আবিষ্কার করার বাকি আছে। সে কারণে বর্তমান সময়টা আমার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমি নিজেকে নিয়ে যতটা মনে করেছি তারচেয়েও ভাল। এখন যে সময় এসেছে আমার মনে হয় বিস্ময়কর এক শিক্ষা পদ্ধতির মধ্যে পড়ে গেছি। নিজের সম্পর্কে জানার এবং যেসব খেলোয়াড় সম্পর্কে আমি সব জানি বলে ভেবেছি তাদের আরও ভালভাবে বিশ্লেষণের দারুণ সুযোগ।’ মরনিহোর উত্তরসূরি হতে চলেছেন হিডিঙ্ক। ৬৯ বছর বয়সী এ ডাচ কোচকে অবশ্য আপাতত চলতি মৌসুমের শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। শুক্রবার তিনি চেলসির পরিচালকদের সঙ্গে লন্ডন হোটেলে সাক্ষাতও করেছেন। সে কারণেই ব্রিটিশ গণমাধ্যম দাবি করছে অচিরেই স্ট্যামফোর্ড ব্রিজে দেখা যাবে হিডিঙ্ককে। কিন্তু তিনি নিজেই জানিয়েছেন এখনও চেলসির প্রস্তাব গ্রহণ করা নিয়ে চিন্তা-ভাবনা করছেন। এ বিষয়ে হিডিঙ্ক বলেন, ‘আমি আরও অনেক বিষয়ে জানতে চাই। এই মুহূর্তে চেলসি খুব খারাপ অবস্থার মধ্যে আছে। আমি পুরো বিষয়টা ভালভাবে বুঝে তবেই সিদ্ধান্ত নেব।’ মরিনহো চলে যাওয়াতে চেলসির বাণিজ্যেও একটা প্রভাব পড়তে শুরু করেছে। কারণ নতুন কোচ আসলেই তার পছন্দ অনুসারে দল সাজানোর ক্ষমতাটা দিতে হয় কর্তৃপক্ষকে। আর সেক্ষেত্রে চলতি মৌসুমেই বেশ কিছু অর্থ বেরিয়ে যাবে চেলসির। কিন্তু মরিনহোর উত্তরসূরি ছাড়াই আপাতত কিছুদিন চলতে হবে চেলসিকে। কারণ হিডিঙ্ক চিন্তার জন্য সময় নিচ্ছেন। ২০০৯ সালে লুইজ ফিলিপ সোলারি বরখাস্ত হওয়ার পরও একইভাবে দায়িত্ব নিয়ে চেলসিকে এফএ কাপ জিতিয়েছিলেন হিডিঙ্ক। এ কারণে তাকেই চেলসির উপযুক্ত কোচ মনে করছে ক্লাবটি। এ বিষয়ে দ্য ব্লুজের সাবেক সহকারী কোচ রে উইলকিন্স বলেন, ‘অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আমি নিশ্চিত তিনি দায়িত্বটা উপভোগ করবেন। আমি এই মুহূর্তে দায়িত্ব নেয়ার উপযুক্ত লোক বলে মনে করি।’
×