ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘হাজেরা বিবি ও তাঁর গান’ গ্রন্থের প্রকাশনা

প্রকাশিত: ০৩:৪৯, ২০ ডিসেম্বর ২০১৫

‘হাজেরা বিবি ও তাঁর গান’ গ্রন্থের প্রকাশনা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর ॥ লোকগানের কিংবদন্তি শিল্পী হাজেরা বিবির ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তিনদিনব্যাপী অনুষ্ঠানে বিচারগান, মুশির্দিগান ও পালাগান পরিবেশন করেন স্থানীয় লোকশিল্পীরা। শনিবার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরশালিপুরে হাজেরা বিবির দেহত্যাগের স্থানে গানের জলসা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া হাজেরা বিবির মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ‘হাজেরা বিবি ও তাঁর গান’ গ্রন্থ প্রকাশ করা হয়। কবি জসীমউদ্দীনের বাড়ির আঙ্গিনায় শুক্রবার রাতে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হাজেরা বিবির স্মৃতিচরণ করেন দোতরার যাদুকর কানাই লাল শীলের ছেলে শিল্পী আশুতোষ শীল, নৃ-বিজ্ঞানী ড. বুলবুল আশরাফ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এম এ জলিল, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফরিদপুরের সম্পাদক সিরাজ-ই-কবীর, সাংস্কৃতিক সংগঠক চৌধুরী আনিসুর রহমান সাবুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আলতাফ হোসেন, গ্রন্থের লেখক মফিজ ইমাম মিলন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজেরা বিবি স্মৃতি সংসদের সভাপতি শামীম আরা বেগম। দুর্গাপুরে ৮ম সুসঙ্গ কবিতা উৎসব দুর্গাপুর, নেত্রকোনা প্রতিনিধি ॥ নেত্রকোনা জেলার দুর্গাপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশে গোপালপুরে পাহাড়ী টিলায় শুক্রবার বিকেলে ৮ম সুসঙ্গ কবিতা উৎসব পালিত হয়েছে। দুর্গাপুর সাহিত্য সমাজ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার। ভারত-বাংলাদেশের শেষ সীমান্ত গোপালপুর গারো পল্লীতে বাংলাদেশের বরেণ্য কবিদের উপস্থিতিতে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ রুহুল আমিন চুন্নু। অনুষ্ঠানে সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি শাওন হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কবি ফরিদ আহাম্মেদ দুলাল, সমাজসেবক নিত্যানন্দ গোস্বামী নয়ন, প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়া, সাংবাদিক এস এম রফিকুল ইসলাম রফিক, সাহাদাত হোসেন কাজল প্রমুখ।
×