ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কবিতা

প্রকাশিত: ০৬:৩৯, ১৯ ডিসেম্বর ২০১৫

কবিতা

শহীদ ও দেশ গাজী মারিয়া কালাম মিথিলা শহীদ যাঁরা দেশের ছেলে তাঁদের কী করে আমরা যাই ভুলে? ভাষার জন্য যাঁরা দিয়েছে প্রাণ তাঁদের আমরা সবাই জানাই লাখো ছালাম। এমন বীর বল পাবে কোথায় যাঁদের কথা বারে বারে বলে হৃদয়। শহীদদের কথা শুনলে জুড়ায় প্রাণ সেই শহীদদেরকে তোরা করবি অপমান? এমন শহীদ কোথাও কী আছে এঁরা আছে আমাদের এ প্রাণের মাঝে। এমন দেশটি কোথাও কী পাবে পৃথিবীর যত দেশে তুমি যাবে? কোথাও কী আছে এমন দেশ এযে আমার সব বাঙালীর স্বদেশ। এমন শহীদ কোথাও কি পাবে পৃথিবীর যত শহীদকে দেখবে? অগ্রণী বিদ্যাপীঠ, নুরাইনপুর বাউফল পটুয়াখালী, ৮ম শ্রেণী বিজয় মীম নোশিন নাওয়াল খান সালটা ছিল একাত্তর, ডিসেম্বরের মাসে, বিজয়ের পতাকাটা মোদের হাতে হাসে। পরাধীনতা শেষ, স্বাধীন একটা দেশ, বিজয়ের সূর্য ওঠে বাংলার আকাশে। শহিদ ছেলের রক্ত মেখে রঙিন বিজয় আসে, বীর ছেলের নির্ভীক মুখ মায়ের চোখে ভাসে, দাসত্ব আর নয়, বাংলার হল জয়- বাংলাদেশের নাম লেখা হয় স্বাধীন সবুজ ঘাসে। এই আমরা বীর বাঙালী যুদ্ধ করতে জানি, এই আমরা হটাই দূরে হানাদার বাহিনী, দিনের শেষে মুচকি হেসে এই আমরা বিজয়টাকে ছিনিয়ে ঠিকই আনি। ভিকারুননিসা নূন স্কুল ৯ম শ্রেণী (ইংরেজী ভার্সন)
×