ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উত্তর মেরুর তাপমাত্রা ১১৫ বছরের মধ্যে সর্বোচ্চ

প্রকাশিত: ০৬:৩৩, ১৯ ডিসেম্বর ২০১৫

উত্তর মেরুর তাপমাত্রা ১১৫ বছরের মধ্যে সর্বোচ্চ

উত্তর মেরুতে তাপ বেড়ে চলেছে। ১শ’ ১৫ বছরের মধ্যে বায়ুতাপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বরফ গলতে থাকায় সিল মাছের বিচরণ ক্ষেত্র সঙ্কুচিত হয়ে যাচ্ছে এবং বেশ কিছু প্রজাতির মাছ উত্তর দিকে চলে যাচ্ছে। এক বৈশ্বিক বিজ্ঞান রিপোর্টে মঙ্গলবার এ কথা বলা হয়েছে। ন্যাশনাল ওশেনিক এ্যান্ড এটমোসফিয়ারিক এ্যাডমিনিস্ট্রেশনের (নোয়া) এক বাৎসরিক রিপোর্টে বলা হয়Ñ স্থলে বায়ুতাপ গড়ে ২ দশমিক ৩ ডিগ্রী ফারেনহাইটে (১ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস) ওঠেছে। এ তাপ ১৯০০ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০১৫ সালের এ আর্কটিক রিপোর্ট কার্ডে বলা হয়। এ বছর সাগরের বরফ গলেছে সর্বোচ্চ ২৫ ফেব্রুয়ারি। বিশ্বে যে কোন স্থানের চেয়ে উত্তর মেরুতে উষ্ণতা বেড়েছে দ্বিগুণের চেয়ে বেশি। আমরা অবগত রয়েছি যে, এর কারণ জলবায়ুর পরিবর্তন এবং এর প্রভাব উত্তর মেরুর বাসিন্দাদের জন্য ব্যাপক চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে। -এএফপি
×