ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তিলপাপাড়ায় তুলার গুদামে, প্রেসক্লাবে আগুনে

প্রকাশিত: ০৬:৩২, ১৯ ডিসেম্বর ২০১৫

তিলপাপাড়ায় তুলার গুদামে, প্রেসক্লাবে আগুনে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় প্রেসক্লাবের একটি কক্ষে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় আগুনে পুড়েছে একটি তুলার গুদাম। শুক্রবার এই দুটি স্থানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। জানা গেছে, শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের দোতলায় একটি কক্ষে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। তবে প্রায় ১৫ মিনিট পর তা নিভিয়ে ফেলা হয়। শুক্রবার বেলা ১২টা ৪০ মিনিটে দোতলার কার্ড রুমে আগুনের সূত্রপাত। সকালে কক্ষ পরিষ্কারের জন্য দরজা খোলা হয়। এ সময় দেখা যায়, কক্ষ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেয় হয়। পরে কয়েক মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। আগুনে ওই কক্ষের তিনটি জানালার পর্দা পুড়ে গেছে। এতে দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইলেক্টেশিয়ান আমিনুল জানান, রেফ্রিজারেটরের বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। একইদিন সোয়া ২টার দিকে রাজধানী খিলগাঁও তিলপাপাড়ায় একটি তুলার গুদামের অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় ৩৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন জানান। তিনি জানান, তিলপাপাড়ায় কমিউনিটি সেন্টারের পাশে নির্মাণাধীন তৃতীয় তলার একটি ভবনের দোতলায় একটি রুমে তুলার গুদাম ছিল। সেখানেই অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত চলছে।
×