ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেশবপুরে রাজাকার কমান্ডারের জানাজায় বাধা

প্রকাশিত: ০৫:৩১, ১৯ ডিসেম্বর ২০১৫

কেশবপুরে রাজাকার কমান্ডারের জানাজায় বাধা

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৮ ডিসেম্বর ॥ একাত্তরের রাজাকার কমান্ডার ও মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি কেশবপুরের এসএম আমিন উদ্দীনের জানাজা শহরের পাবলিক ময়দানে হতে দেয়নি মুক্তিযোদ্ধাসহ এলাকার মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলো। বাধার মুখে শুক্রবার তার সাহাপাড়ার বাড়ির পাশে কবরস্থানে জানাজা পড়িয়ে সেখানে কবর দেয়া হয়েছে। রাজাকার কমান্ডার এসএম আমিন উদ্দীন বৃহস্পতিবার দুপুরে ঢাকায় মারা গেলে তার জানাজা কেশবপুর পাবলিক ময়দানে জুমার নামাজের পর হবে বলে পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয় বৃহস্পতিবার রাতে। এ ঘোষণার পর মুক্তিযোদ্ধাসহ কেশবপুরের প্রগতিশীল সংগঠনগুলো ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে ওই মাঠে জানাজা না করার দাবি জানায়। শুক্রবার সকালে এর প্রতিবাদে মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চের অফিসে মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খোকনের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেনÑ মুক্তিযোদ্ধা মনি মোহন ধর, ওয়ার্কার্স পার্টির যশোর জেলা কমিটির সদস্য আইনজীবী এ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, সাংবাদিক আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা ঈমান আলী, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, খোলাঘরের উপজেলা সভাপতি আবদুল মজিদ, মানবতাবিরোধী মামলার বাদী মশিয়ার রহমান, সিপিবি থানা সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
×