ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার গেটওয়ে’

প্রকাশিত: ০৫:৩১, ১৯ ডিসেম্বর ২০১৫

‘বাংলাদেশ দক্ষিণ-পূর্ব  এশিয়ার গেটওয়ে’

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৮ ডিসেম্বর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, “বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগকারী গেটওয়ে। পদ্মা সেতু নির্মাণ, পায়রা গভীর সমুদ্রবন্দর স্থাপন এবং কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের মাধ্যমে চীনসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের মধ্যে আন্তঃদেশীয় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও সমুদ্রপথে আন্তঃমহাদেশীয় সংযোগ বৃদ্ধি করবে।” হংকং সরকারের সেন্ট্রাল পলিসি ইউনিট এবং হংকং ইনস্টিটিউট অব এশিয়া প্যাসিফিকের যৌথ উদ্যোগে হংকংয়ে আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারে বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বক্তব্য দানকালে ওই সব কথা বলেন।
×