ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩৫

প্রকাশিত: ০৫:৩১, ১৯ ডিসেম্বর ২০১৫

হবিগঞ্জে জমি নিয়ে  সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩৫

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৮ ডিসেম্বর ॥ জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার সকালে বানিয়াচঙ্গের পল্লী নয়া পাথাড়িয়ায় দু’দলের সংঘর্ষে সেলিম মিয়া (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। সে ওই গ্রামের জনৈক টেনু মিয়ার ছেলে এবং হবিগঞ্জের বৃন্দাবন সরকারী কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩৫ জন। এরমধ্যে বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের তারা মিয়ার সঙ্গে জমি নিয়ে টেনু মিয়ার বিরোধ চলছিল। এরই জের ধরে ওই দিন সকাল পৌনে ১০টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংর্ঘষ চলাকালে প্রতিপক্ষের আঘাতে কলেজছাত্র সেলিমসহ বেশ কয়েকজন আহত হয়।
×