ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফের এ্যাপলের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৩:৫০, ১৯ ডিসেম্বর ২০১৫

ফের এ্যাপলের বিরুদ্ধে মামলা

আবারও আইনী বিপাকে পড়েছে মার্কিন টেক জায়ান্ট এ্যাপল। প্রতিষ্ঠানটি আইফোন ৫ এবং ৫এস স্মার্টফোনের সফটওয়্যার বাগ ইচ্ছাকৃতভাবে গোপন করেছিল বলে অভিযোগ এনে এ্যাপলের বিরুদ্ধে মামলা করে বসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান এটিএ্যান্ডটির এক গ্রাহক। আইফোন ৫ এবং ৫এস-এ ওয়াই-ফাই সংযোগ চালু থাকা অবস্থাতেও স্মার্টফোনটি এলটিই সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে ডেটা খরচ বাড়াত। আর এ্যাপল ওই ত্রুটি সম্পর্কে জেনেও ওই সমস্যা সমাধানের কোন চেষ্টা করেনি বলে অভিযোগ তুলেছে মামলার বাদীপক্ষ। স্মার্টফোন দুটির ওই সফটওয়্যার বাগ ইস্যু ব্যবহারকারীদের নজরে আসে ২০১২ সালের সেপ্টেম্বর মাসে। অভিযোগ ওঠার কয়েক দিনের মধ্যে ওই সমস্যা সমাধানে ভেরাইজন ব্যবহারকারীদের জন্য সফটওয়্যার প্যাচ ইস্যু করে এ্যাপল। সফটওয়্যার বাগের ভুক্তভোগীদের বাড়তি ডেটা খরচের জন্য গাঁটের পয়সা খরচ করতে হবে না বলে ঘোষণা দেয় মার্কিন ক্যারিয়ার প্রতিষ্ঠান ভেরাইজন। কিন্তু তদন্তকারী প্রতিষ্ঠান ‘হেগেনস বারম্যানে’র তথ্য অনুযায়ী, এটিএ্যান্ডটি ব্যবহারকারীদের জন্য কোন সফটওয়্যার প্যাচ ইস্যু করা তো দূরে থাক, সফটওয়্যার বাগটির অস্তিত্বই স্বীকার করেনি এ্যাপল ও এটিএ্যান্ডটি। -ওয়েবসাইট
×