ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দূরবর্তী দ্বীপগুলোতে প্রতিরক্ষা জোরদার করছে জাপান

প্রকাশিত: ০৩:৪৯, ১৯ ডিসেম্বর ২০১৫

দূরবর্তী দ্বীপগুলোতে  প্রতিরক্ষা জোরদার করছে জাপান

পূর্ব চীন সাগরের দূরবর্তী দ্বীপগুলোর প্রতিরক্ষা শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাপান। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের সামরিক আধিপত্য বিস্তারের মুখে জাপান এ সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সরকারী ও প্রতিরক্ষা সূত্র এ খবর জানিয়েছে। খবর ওয়েবসাইটের। প্রশান্ত মহাসাগর এলাকাজুড়ে চীন যেভাবে নৌশক্তি বাড়িয়ে চলেছে তার বিপরীতে জাপানের প্রতিরক্ষা শক্তি বাড়ানোকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করে যুক্তরাষ্ট্র। জাপান এখানে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র। দূরবর্তী দ্বীপগুলোর নিরাপত্তা জোরদার করতে যুক্তরাষ্ট্র তাই জাপানকে উদ্বুদ্ধ করেছে। দশকের পর দশক ধরে এ দ্বীপগুলো অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। মূল ভূখ- থেকে ১ হাজার ৪শ’ কিলোমিটার এলাকার মধ্যে ছড়িয়ে থাকা প্রায় দুশ’ দ্বীপে জাপান এ্যান্টি শিপ ও এ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ব্যাটারি স্থাপন করেছে। দেশটির সামরিক পরিকল্পনাকারী ও সরকারী নীতিনির্ধারক পর্যায়ে অনেক কর্মকর্তার সঙ্গে কথা বলে এটি জানা গেছে। তারা বলেছেন, দূরবর্তী দ্বীপগুলোতে সামরিক শক্তি বাড়ানোর প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতিরক্ষা নীতি গুরুত্বপূর্ণ দিক। নৌ শক্তির পাশাপাশি দ্বীপগুলোর বিমান শক্তি বাড়ানোও এর মধ্যে রয়েছে।
×