ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চরফ্যাশনে অপসোনিনের কর্মকর্তার প্রতারণা ॥ গৃহবধুর আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ২৩:৪৮, ১৮ ডিসেম্বর ২০১৫

চরফ্যাশনে অপসোনিনের কর্মকর্তার প্রতারণা ॥ গৃহবধুর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন ॥ ভোলার চরফ্যাশনের দক্ষিন আইচা থানার অপসোনিন ফার্মাসিউটিকেলের মার্কের্র্র্র্টিং অফিসার আসাদ’র প্রতারণার ফাঁদে পড়ে সাথী নামের এক স্বামী পরিত্যক্ত গৃহবধু আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। মমুর্ষ অবস্থায় গৃহবধু সাথিকে চরকচ্ছপিয়া গনস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সাথীর মামা আসিফ জানান, অপসোনিন ফার্মাসিউটিকেলের মার্কের্র্র্র্টিং অফিসার আসাদ নিজেকে অবিবাহিত বলে বিয়ের প্রলোভন দিয়ে সাথির সাথে সম্পর্ক গড়ে তোলে। সাথী ও তার পরিবারের লোকজন আসাদ বিবাহিত জানতে পারেন, এছাড়া আসাদ এখন সাথিকে বিয়ে করতে অস্বীকার করেন। এসব কারণে শুক্রবার সকালে সাথি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।
×