ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

প্রকাশিত: ২১:৩১, ১৮ ডিসেম্বর ২০১৫

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক ॥ মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৬। এই ঘটনায় সামান্য ক্ষতি হয়েছে এবং আতঙ্কিত মানুষ স্কুল ও বিভিন্ন ভবন ছেড়ে দৌঁড়ে বেরিয়ে এসেছে। পার্শ্ববর্তী দেশ গুয়াতেমালায়ও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে, উপকূলীয় ট্রেস পিকোস শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে চিয়াপাস রাজ্যে স্থানীয় সময় ১টা ৪৯ মিনিটে (গ্রিনিচ মান সময়১৯৪৯) ৯৪ কিলোমটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। চিয়াপাসে ভূমিকম্পটি এতো তীব্রভাবে অনুভূত হয় যে রাজ্যের রাজধানী টুক্সটলা গুটিয়েরেজের বিভিন্ন ভবন ও স্কুল থেকে আতঙ্কিত মানুষ রাস্তায় বেরিয়ে আসে। চিয়াপাস রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে,এই ভূমিকম্পে ভবনগুলোতে ছোটখাটো ক্ষতি হয়েছে। কোন কোন ভবনে ফাটল দেখা দেয়। মেক্সিকোর বেসামরিক প্রতিরক্ষা সমন্বয়ক লুইস ফিলিপ পুয়েন্তে জানান, পার্শ্ববর্তী ওয়াক্সাকা রাজ্যেও ‘মাঝারিভাবে’ এবং তাবাস্কোয় ‘জোরালোভাবে’ ভূমিকম্প অনুভূত হয়। মেক্সিকো সিটির মেয়র মিগুয়েল অ্যাঞ্জেল ম্যানসেরা জানান, ২ কোটি ১০ লাখ জনসংখ্যা অধ্যুষিত এই মেগা রাজধানীতেও ‘মৃদু কম্পন’ অনুভ’ত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
×