ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে নির্বাচনী মাঠে উৎসবের আমেজ

প্রকাশিত: ২১:০২, ১৮ ডিসেম্বর ২০১৫

মাদারীপুরে নির্বাচনী মাঠে উৎসবের আমেজ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরের ৩ পৌরসভার নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে। প্রার্থীরা নিজ নিজ এলাকা চষে বেড়াচ্ছেন। তবে এবারের নির্বাচনে প্রতীক নিয়ে প্রার্থীদের মধ্যে ক্ষোভ থাকলেও এখন নির্বাচনে জয়লাভ করাই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রচারে সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা এগিয়ে আছেন। দিনের চেয়ে রাতে প্রচারণা বেশী জমছে। নিজ-নিজ প্রার্থীর সমর্থক-কর্মীরা খন্ড-খন্ড মিছিল নিয়ে নেচে-গেয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন সমান তালে। সন্ধার পর মিছিল আর মাইকের শব্দে প্রকম্পিত হয়ে উঠেছে পৌর এলাকা। সর্বত্র উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। শীত উপেক্ষা করে মধ্যরাত পর্যন্ত প্রার্থী-সমর্থকদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে পৌর এলাকা। ব্যাস্ত হয়ে উঠেছে ছাপাখানাগুলো। এখন তাদের নাওয়া-খাওয়ার সময় নেই। কদর বেড়েছে চা-নাস্তার দোকানীদের। পোস্টার লাগাতে ব্যাস্ত সময় পাড় করছে বেকার যুবকরা। প্রচার-প্রচারণায় প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে কিন্তু কোন দ্বন্দ্ব নেই। সকলেই সৌহার্দপূর্ণ আচরণ করছেন একে অন্যের প্রতি। নির্বাচনে জয়ের ব্যাপারে সকলেই আশাবাদী, তবে পরাজয় মেনে নেওয়ার মন মানসিকতাও লক্ষনীয়। মাদারীপুর, কালকিনি ও শিবচর পৌরসভায় মেয়র পদে আওয়ীমীলীগ, বিএনপি, জতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এ ছাড়া আছে ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর প্রার্থী ।
×