ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২১ আগস্ট হামলা মামলায় সুরঞ্জিতের সাক্ষ্য শেষ

প্রকাশিত: ০৮:১১, ১৮ ডিসেম্বর ২০১৫

২১ আগস্ট হামলা  মামলায় সুরঞ্জিতের  সাক্ষ্য শেষ

কোর্ট রিপোর্টার ॥ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাক্ষী সুরঞ্জিত সেনগুপ্তের সাক্ষ্য শেষ বৃহস্পতিবার শেষ হয়েছে। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে বাকি জেরা করেন। পরে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন আগামী ২২ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। গত সোমবার মামলাটিতে আওয়ামী লীগের দলটির সভাপতিম-লীর সদস্য সুরঞ্জিত ২০৩ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেয়া শুরু করেন। মঙ্গলবার বাকি জবানবন্দী প্রদানের পর আসামিপক্ষের আইনজীবীরা তাকে আংশিক জেরা করেন। মামলাটিতে সরকারী পক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান। গতকাল সাক্ষ্যগ্রহণকালে মামলাটির আসামি খালেদা জিয়ার ভাগ্নে লেঃ কমান্ডার (অব) সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মোঃ আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলাটির তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে থেকে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। এছাড়া সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ আটক আসামিদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় ২৪ জনের নির্মম মৃত্যু হয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও শ্রবণশক্তি হারান।
×