ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্ভয়ার আসল নাম প্রকাশ করলেন মা

দিল্লীতে গণধর্ষণ

প্রকাশিত: ০৭:৪৯, ১৮ ডিসেম্বর ২০১৫

দিল্লীতে গণধর্ষণ

দিল্লীতে ২০১২ সালে চলন্ত বাসে ধর্ষণের শিকার প্যারামেডিকেলের ছাত্রীর নাম প্রকাশ করেছেন তার মা। বিবিসি অনলাইন। বুধবার আশা সিং সমবেতদের উদ্দেশে বলেন, তিনি তার মেয়ের নাম প্রকাশ করতে কোন লজ্জাবোধ করছেন না। তার নাম জ্যোতি সিং। ভারতীয় আইন অনুযায়ী ধর্ষিতার নাম প্রকাশ করা হয় না। আমি আপনাদের সবার সামনে বলছি, তার নাম ছিল জ্যোতি সিং। দিল্লীতে ওই ধর্ষণকাণ্ডের তিন বছরপূর্তিতে জড়ো হওয়া মানুষের সামনে আশা সিং এই কথা বলেন। আমাদের লজ্জা কিংবা অপমানবোধ করার কোন প্রয়োজন নেই। বরং যারা এই জঘন্য অপরাধ ঘটিয়েছে তারা নিজেদের জন্য এটা বোধ করুক। জ্যোতির বাবা অপ্রাপ্তবয়স্ক এক ধর্ষককে সংশোধনাগারে পাঠিয়ে তিন বছর পর মুক্তির যে রায় দেয়া হয়েছে তার সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘প্রতিদিন আমরা খবরে পড়ছি ছোট্ট বালিকাও ধর্ষণের শিকার হচ্ছে। এ ধরনের অপরাধী যদি ছাড়া পেয়ে যায় তবে সমাজের কী অবস্থা দাঁড়াবে- সেই আশঙ্কাই জাগে। ২০১৪ সালে ভারতে ধর্ষণের রেকর্ড ৩৬ হাজার ঘটনা ঘটেছে। আর শুধুমাত্র দিল্লীতেই ধর্ষণের ২০৯৬টি ঘটনা ঘটেছে। তবে এ শুধু জানা পরিসংখ্যান। বিশেষজ্ঞরা বলছেন, ধর্ষণের ঘটনার প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে।
×