ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চলে গেলেন লেখক-পরিচালক ওয়েস ক্রেভেন

প্রকাশিত: ০৬:৫৭, ১৮ ডিসেম্বর ২০১৫

চলে গেলেন লেখক-পরিচালক ওয়েস ক্রেভেন

ওয়েসলি আর্ল ক্রেভেন মূলত পরিচিত ছিলেন ওয়েস ক্রেভেন নামেই বেশি। লেখক, পরিচালক, প্রযোজক এবং অভিনেতা ওয়েস ক্রেভেন সৃষ্টিশীল কর্মের বহু শাখায় বিচরণ করেছেন। ক্রেভেনের জন্ম ১৯৩৯ সালে ওহাইওর ক্লিভল্যান্ডে। পড়াশোনা করেছেন ইলিনয়ের হুইটন কলেজ এবং জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে। হুইটন কলেজে ইংরেজি সাহিত্য ও মনোবিদ্যাসহ স্নাতক শেষ করার পর জন হপকিন্স থেকে দর্শন ও রাইটিংয়ের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন শুরু করেন কলেজে অধ্যাপনার মাধ্যমে। পরবতী সময়ে চলচ্চিত্রের কাজের সঙ্গে জড়িয়ে পড়েন। ‘আ নিউ নাইটমেয়ার অন এম স্ট্রিট’ তাঁর বিখ্যাত সৃষ্টি। এ ছাড়া ব্রুস ওয়াগনারের সঙ্গে লিখেছেন ‘আ নাইটমেয়ার অন এম স্ট্রিট থ্রি : ড্রিম ওয়ারিয়রস’। জীবনের শুরুর দিকে তিনি প্রধানত লেখালেখি ও চলচ্চিত্র সম্পাদনার কাজ করতেন। পরবর্তী সময়ে পরিচালনায় আসেন। সম্প্রতি তিনি লস এ্যাঞ্জেলেসের বাড়িতে ব্রেইন ক্যান্সারে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। অঞ্জন আচার্য
×