ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রিমিয়ার্স প্রাইজেসের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

প্রকাশিত: ০৬:৫৭, ১৮ ডিসেম্বর ২০১৫

প্রিমিয়ার্স প্রাইজেসের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

তাজমানিয়ান রিডার্স এ্যান্ড রাইটার্স উৎসব উপলক্ষে ২০১৫ সালের প্রিমিয়ার্স লিটারারি প্রাইজেসের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। প্রিমিয়ার্স লিটারারি প্রাইজেস মূলত একগুচ্ছ পুরস্কার। এগুলো একসঙ্গে বিবেচনায় এনে একই সময়ে দেয়া হয়ে থাকে। এ পুরস্কারগুলো দেয়া হয় দুই বছর পর পর। পুরস্কারগুলোর পৃষ্ঠপোষক তাজমানিয়ার রাজ্য সরকার। তাজমানিয়ার সাহিত্য শাখার সমৃদ্ধ অবস্থা ও লিখিত বইয়ের ওপর তাজমানিয়ার বিশেষ প্রভাব মূল্যায়ন করা হয়ে থাকে এখানে। একটি পুরস্কারের নাম তাজমানিয়া বুক প্রাইজ। এবার এ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় আছেন কোয়েনটিন বেরেসফোর্ড তাঁর ‘দ্য রাইজ এ্যান্ড ফল অব গানস লিমিটেড’ বইয়ের জন্য। হেনরি রেনল্ড আছেন তাঁর বই ‘ফরগট্ন ওয়ার’ নিয়ে। আরও আছেন রোহান উইলসন; ‘টু নেইম দোজ লস্ট’ বইয়ের জন্য। আরেকটি পুরস্কার প্রবর্তন করা হয়েছে লেখক, কবি ও বুদ্ধিজীবী মার্গারেট স্কটের নামে। ছোটদের, বড়দের, ফিকশন, ননফিকশনÑ সবই থাকে এ শাখায়। এ পুরস্কারের এবারের সংক্ষিপ্ত তালিকায় আছেন রবার্ট ডেসাইক্স; তাঁর বইয়ের নাম ‘হোয়াট ডেইজ আর ফর’। রিচার্ড ফ্লেনাগান আছেন তাঁর বই ‘দ্য ন্যারো রোড টু ডিপ নর্থ’ নিয়ে। আমান্ডা লোহরি আছেন তাঁর ‘আ শর্ট হিস্ট্রি অব রিচার্ড ক্লিন’ নিয়ে।
×